Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম ✍️ *অশোকে পলাশে শহীদের রক্তে রাঙ্গানো অমর একুশে*কলমে ✍️ শ্যামলী পালতারিখ ✍️২১/০২/'২১ইং
ঠিক কয়েকদিন আগেই তো টুপটাপ শিশিরে ভিজেছিল ওঁরা ,ঠিক কয়েকদিন আগে...দিলখোলা আকাশের নীচে তেপান্তরের মাঠ ,খেলতে খে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম ✍️ *অশোকে পলাশে শহীদের রক্তে রাঙ্গানো অমর একুশে*

কলমে ✍️ শ্যামলী পাল

তারিখ ✍️

২১/০২/'২১ইং


ঠিক কয়েকদিন আগেই তো টুপটাপ শিশিরে 

ভিজেছিল ওঁরা ,

ঠিক কয়েকদিন আগে...

দিলখোলা আকাশের নীচে তেপান্তরের মাঠ ,

খেলতে খেলতে দাপাদাপি করেছিল ওঁরা,

ঠিক কয়েকদিন আগেই ছুটে এসে বলেছিল 

মা....মাগো ... 

ক্ষিদে পেয়েছে খেতে দাও !!

ঠিক কয়েকদিন আগে।

বৌকে বলেছিল এইতো আর ক'টা দিন 

সন্তানদের বলেছিল আর ক'টা দিন 

শুধু আর ক'টা দিন অপেক্ষা তারপর সব সমস্যা 

মিটিয়ে দেব 

মনখারাপ কোরনা , সবুজ মাঠের ফসল উঠলে 

সব সব কিছু ....

এর মধ্যে কবে কোন্ দিন হয়েছিল সব দামাল। ওঁরা হয়তো দেখে ফেলেছিল কোনো এক লক্ষ্মীছাড়া চড় কিংবা গুমোট জঙ্গলের ভুতুড়ে মশাল 

এগিয়ে আসছে কালো কালো হাত আমাদের মুখের শব্দ কেড়ে নিতে।

উত্তাল হয়েছিল অলি গলি থেকে রাজ পথ,

ঊণিশে ফেব্রুয়ারী দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেদিন!!

আমার বাংলার দামাল ছেলে নওজোয়ান টগবগ শপথের রক্ত ছেড়েছিল হুঙ্কার।

 সমস্ত বাংলার বাতাসে কালো ধোঁয়ার বিধ্বংসী শেষে..

পরাজিত করে আজ অমর একুশে ।

লক্ষ লক্ষ বরকত সালাম শওকত জব্বার আর ফিরে আসেনি 

শুধু একবার বলে গেছে মা'কে প্রনাম করে ...

মা ... আসছি!

শুধু একবার বলে গেল ওঁরা প্রিয় সন্তান স্ত্রী কে

আসবো খুব শিগগির!

তাঁরা আর ফিরে আসেনি!!

 মানুষ !! তুমি কি শুনতে পাও পাথরের কান্না 

তুমি কি দেখতে পাও 

....রোজ রোজ আকাশে বাতাসে তোমার বাংলার মাটিতে লেখা আছে মাতৃভাষা , মায়ের বুলি 

মহাশান্তির স্বাধীন বাক্ ধ্বনি ...

 আজ তোমার দেহে সেই বাতাস বইছে 

আজ সেই নদীর জলে ভাষা আন্দোলনের 

শত শত শহীদের রক্ত 

আজ যে পতাকা স্বাধীন মুক্ত 

পাহাড় চূড়ায় তাঁদেরই রক্তের ফলক উড়ছে 

পতপত করে।

যদি শুনতে পাও যদি তোমার হৃদয় অনুভব করতে পারে;

তবে প্রস্তুত থেকো ,

দেশের ঘোর দুর্দিনে মা মাটি মাতৃভাষার মূল্য দিতে,

জলের দামে দেশের মান মানুষ কখনো বিকিও না।

প্রস্তুত থেকো মানুষ

দেশের দুর্দিন 

জান প্রাণ দিয়ে রেখো সম্মান

 আসবে সুদিন।


রক্ত সালাম রক্ত বরকত রক্ত জব্বার রক্ত শওকত 

ছড়িয়ে আছে সমস্ত বিশ্বজুড়ে 

তাঁরা মরেনি মরবেনা কোনদিনই

অমর একুশে শত লক্ষ কোটি 

বিশ্বমায়ের বুকে।


শ্রদ্ধাঞ্জলী অমর একুশে 

"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"

আমার গর্ব আমার আশা 

আহা মরি বাংলা ভাষা 

প্রাণে শান্তি ভালোবাসা।


কলমে ✍️$®P শ্যামলী পাল