#নিরপেক্ষ---- স্নেহাশিস পালিত০৩-০২-২০২১
বাস্তবের নির্যাস থাকুক কবিতার পরতে...কল্পনায় চাঁদ প্রীয়ার মুখ হতেই পারে,হতে পারে মাধুরীসিক্ত প্রেমের মাদকতা -বিরহ বা অভিসারের মিষ্টি দলিল।
কেন বঞ্চিত হবে অর্ধনগ্ন পরিবার?জীবন সংগ্রামের অম্লমধ…
#নিরপেক্ষ
---- স্নেহাশিস পালিত
০৩-০২-২০২১
বাস্তবের নির্যাস থাকুক কবিতার পরতে...
কল্পনায় চাঁদ প্রীয়ার মুখ হতেই পারে,
হতে পারে মাধুরীসিক্ত প্রেমের মাদকতা -
বিরহ বা অভিসারের মিষ্টি দলিল।
কেন বঞ্চিত হবে অর্ধনগ্ন পরিবার?
জীবন সংগ্রামের অম্লমধুর রেষারেষি...
বিশ্বাস-অবিশ্বাসের তিক্ত রোজনামচা,
ঘা খাওয়া জীবনের ব্যথিত ইতিকথা?
তোমার, আমার, তার যতকিছু হতাশা,
পুঞ্জিভুত ক্ষোভের নির্মম বার্তা যত...
মুক্তি পাক ভাবনার অতল গহ্বরে -
বাহ্যিক দ্যোতনায় প্রতিধ্বনিত হোক।
পুনমের স্নিগ্ধতা থাকুক সকলের জন্যে,
বেলা-অবেলায় ঘোষিত জেহাদ...
ভাষা পাক অনুভূতির পবিত্র পরশে -
জেগে ঐঠুক অন্তরাত্মা পরবশ কম্পনে!
স্থানঃ বেলঘরিয়া, কোলকাতা/০২-০২-২০২১
স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত