Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম- ভুল হলো যেকলমে- শান্তনু দাসতারিখ- ০৮/০২/২০২১ইং
দিনান্তের প্রতিলিপি ভেসে ওঠে নিশি জাগরণেবুঝি'না কত যে ভুল অপটু তুলিতে রোজ আঁকি, যে গেছে মিলায়ে দূরে অগোছালো বুনো সমীরণেহৃদয়ের ঠিকানায় ভুল করে রোজ তারে ডাকি। 
আবেশের আলা…

 


শিরোনাম- ভুল হলো যে

কলমে- শান্তনু দাস

তারিখ- ০৮/০২/২০২১ইং


দিনান্তের প্রতিলিপি ভেসে ওঠে নিশি জাগরণে

বুঝি'না কত যে ভুল অপটু তুলিতে রোজ আঁকি, 

যে গেছে মিলায়ে দূরে অগোছালো বুনো সমীরণে

হৃদয়ের ঠিকানায় ভুল করে রোজ তারে ডাকি। 


আবেশের আলাপনে যে সময়ে কথা উঠে তার-

অভিমানী এক ক্ষণ শত ভুল হয়ে ডানা মেলে, 

স্মরণ ইথারে জাগে জমকালো মেঘের কাতার-

অনামী দ্যুতিরা সেথা দখলের হীন খেলা খেলে। 


প্রায়োগিক উপেক্ষায় আজো কার লাজে ইতিহাস-

মুখচোরা অদিতির আঁধার প্রান্তিক চরাচরে, 

সেই জন জানলো'না ছিল এক উদাসী আকাশ-

যেখানে তিয়াসি কেউ এইবেলা প্রেমহীন ম'রে। 


বাতাসের স্বরলিপি জুড়ে মিশে থাকে কার ঘ্রাণ, 

কি যেন জানতে চায় অবেলায় উচাটন প্রাণ।