Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

লুকানো রত্নশৈবাল সরকার11/03/2021
বাতাসে সময় অস্থির গন্ধ ফিকে বসন্ত রঙ্গ,কাছেপিঠে করি বাস আমরা দুজন।দেখা তো হয়েছে মুখ দুজনে দুজনার,অবকাশ হয়নি উঁকি মেরে অন্তর দেখার।আপাত নজর যায় যত দূর,দৃষ্টি নয় গভীরে,জানে না জগৎ ঠিক মানিক টুকু করে …

 


লুকানো রত্ন

শৈবাল সরকার

11/03/2021


বাতাসে সময় অস্থির গন্ধ ফিকে বসন্ত রঙ্গ,

কাছেপিঠে করি বাস আমরা দুজন।

দেখা তো হয়েছে মুখ দুজনে দুজনার,

অবকাশ হয়নি উঁকি মেরে অন্তর দেখার।

আপাত নজর যায় যত দূর,দৃষ্টি নয় গভীরে,

জানে না জগৎ ঠিক মানিক টুকু করে বাস কার ঘরে।


হঠাৎ সেদিন মুখোমুখি আবার দুজন,মত্ত চিত্ত নেশার কারণ,

খুলে দিলো বন্ধন মনের, জ্ঞানের,অহেতুক বারণ।

ঘুরে তাই এসেছি হৃদয় রাজের রাজ্য খানা,

রত্ন লুকিয়ে আছে ও বুকে হয়ে গেছে জানা।

উজ্জ্বল সে সব সময়,লাগে না গায়ে কখনো ময়লা,

হীরের যতই ডুবে থাক নিচে চেপে তারে রাখুক কয়লা।


আমাদের অশনি হয় অহংকার বিভেদের দেয়ালটাই,

গুনি যা হই,বা না হই বাদ্য  নিজের,নিজেই সদা বাজাই।


সহজ সত্য সে তেতো হবে  অনেকের কাছে,

কাঁটার মুখ সুচারুই হয় তফাৎ কি কোথায় সে আছে।