Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা /২৫-০৩-২০২১শিরোনাম ঃ মেঘনদী ৷সৃজনে ঃ গোপেশ রায় ৷
মেঘনদীতে ডুবে যায় খোয়া চাঁদস্মৃতির সারণি বেয়ে ভেসে যায় শাদা মেঘঅমরাবতীর কাঞ্চনজঙ্ঘায় ৷
চাঁদ নদী পাহাড় ঘিরে বৃত্ত রচনায় ব্যস্ত আকাশ গঙ্গা, সুরের শানাই বাজায় ঝিঁ ঝিঁ পোকারাত একটু…

 


কবিতা /২৫-০৩-২০২১

শিরোনাম ঃ মেঘনদী ৷

সৃজনে ঃ গোপেশ রায় ৷


মেঘনদীতে ডুবে যায় খোয়া চাঁদ

স্মৃতির সারণি বেয়ে ভেসে যায় শাদা মেঘ

অমরাবতীর কাঞ্চনজঙ্ঘায় ৷


চাঁদ নদী পাহাড় ঘিরে বৃত্ত রচনায় ব্যস্ত 

আকাশ গঙ্গা, সুরের শানাই বাজায় ঝিঁ ঝিঁ পোকা

রাত একটু গভীর হলে বৃষ্টি নামায় ৷


জল থই থই মাঠ , ফাঁকা মেঘ , সেই খোয়া  চাঁদ  উঁকি মারে , ছড়ায় জ্যোৎস্না অরণ্যের মাথায় ৷ জোনাকিরা সবেমাত্র স্নান সেরে আলো ছড়ায় গাছেদের ভিটায় ৷


পাহাড়ের ভেতর থেকে ঝর্ণা নামে , নদী হয় 

নদী বয় , কথা বলে দেবনাগরি স্রোত কুমারির চরে

রাতলিপি দিনলিপি লিখে রাখে যারা 

তাদের ঘরের কোণে জমা থাকে শরীরের ঘাম 

অজস্র গোপন জীবাশ্ম ফসিল !


©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷ ২৫-০৩-২০২১|