Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা - বিবর্তিত কবি - শঙ্কর ঘোষ তারিখ - ১৫/০৩/২০২১
অলক্ষ্যে কিছু ঝরে এক কোণে ছাতিম গাছের নিচে ,সত্যি বলো ?তোমার গায়ে কি ফেলেনি রোদ চির ভিখারির মতো ;বন্ধ ঠোঁটের না বলা শব্দ পুরোনো কুলুঙ্গির কোঠরে জব্দ ,এক চির উন্মাদ পথ আটকে দাঁড়ায়…

 


কবিতা - বিবর্তিত 

কবি - শঙ্কর ঘোষ 

তারিখ - ১৫/০৩/২০২১


অলক্ষ্যে কিছু ঝরে 

এক কোণে ছাতিম গাছের নিচে ,

সত্যি বলো ?

তোমার গায়ে কি ফেলেনি রোদ 

চির ভিখারির মতো ;

বন্ধ ঠোঁটের না বলা শব্দ 

পুরোনো কুলুঙ্গির কোঠরে জব্দ ,

এক চির উন্মাদ পথ আটকে দাঁড়ায় 

হৃদয় রাজার মতো |

দেশ কাল সব ঘুচে গেলো

তরবারির আঘাতে অশ্রু ঝরলো ,

ভাঙা আয়নায় তোমার লুকোনো মুখ -

সেকি ঝরা বসন্তের ডাক ?

সত্যি বলো |

হারাতে হারাতে তুমি তন্ময়তাও হারাবে ,

স্থির জলে অলস আঁচড় কাটবে ,

সত্যি বলো ,

কতটা পেয়েছো নিজেকে আজ ?

কতটা হারিয়েছো নিজেকে ?

সত্যি বলো ||