শিরোনাম :খোঁজরচনা:তুহিনা চক্রবর্তী ১৫/০৩/২০২১
আমি খুব করে খুঁজি নিজেকে--
বয়ঃসন্ধির জমানো যত এলোমেলো ইচ্ছেতে।রাজপথে হেঁটে যাওয়া মুক্তির মিছিলে।বহুকাল ধরে জমে থাকা শরীরের ধূসর ধূলিকণায়।দালানের সুরকিতে,উনুনের কয়লায়, পোড়া ভাতে।
আমি খুব…
শিরোনাম :খোঁজ
রচনা:তুহিনা চক্রবর্তী
১৫/০৩/২০২১
আমি খুব করে খুঁজি নিজেকে--
বয়ঃসন্ধির জমানো যত এলোমেলো ইচ্ছেতে।
রাজপথে হেঁটে যাওয়া মুক্তির মিছিলে।
বহুকাল ধরে জমে থাকা শরীরের ধূসর ধূলিকণায়।
দালানের সুরকিতে,উনুনের কয়লায়, পোড়া ভাতে।
আমি খুব করে খুঁজি নিজেকে--
তীব্র ঝড়ে ভেঙে যাওয়া জানালার অসহায় পাল্লাতে।
নীলকালির বুক ছুঁয়ে এঁকে রাখা ভালোবাসার ছবিতে।
আমি খুব করে খুঁজি নিজেকে__
রাতের অভিমানী চিঠি যখন শিউলি হয়ে ঝরে পড়ে মাটিতে,মাটির বুক হাতড়ে আমি খুঁজে মরি নিজেকে।
যে গল্প সহস্র শতাব্দীর দুঃখ পুষে রাখে নগ্ন বুকে, সে গল্পের উপসংহারে আমি রোজ খুঁজি নিজেকে।
নারী রোজ ফুরিয়ে যায়
বোতামে আঁটকে থাকা ছেঁড়া সুতোর গিঁটে।
নারী ফুরিয়ে যায় রোজ
ভাতের হাঁড়ির টগবগে গন্ধে।
নারী ফুরিয়ে যায় রোজ
আঁচলের খুঁটে বেঁধে রাখা প্রতিদিনের অবহেলায়।
আমি রোজ ঔ ফুরিয়ে যাওয়া
নারীর পাঁজরে আমার আমিকে খুঁজতে যাই।
আমি আজো খুব করে খুঁজি নিজেকে--