# হৃদয়
পিয়াসী,চঞ্চলা হৃদয় বসন্ত অভিলাষী অনিমেষ মুগ্ধতায়,যদিও অভিশঙ্কার অনুভব ছিল,প্রেমের অন্তরায়।
নৃত্যরতা বনময়ূরীর পেখম তোলা মন,সিক্ত যবে বৃষ্টির নিবিড় আলিঙ্গনে,মধুকর গুঞ্জেছিল রক্তিম হৃদতন্ত্রীতে,দখিনা পবনের অব্যক্ত শিহরণে,
সেই অর…
# হৃদয়
পিয়াসী,চঞ্চলা হৃদয় বসন্ত অভিলাষী
অনিমেষ মুগ্ধতায়,
যদিও অভিশঙ্কার অনুভব ছিল,
প্রেমের অন্তরায়।
নৃত্যরতা বনময়ূরীর পেখম তোলা মন,
সিক্ত যবে বৃষ্টির নিবিড় আলিঙ্গনে,
মধুকর গুঞ্জেছিল রক্তিম হৃদতন্ত্রীতে,
দখিনা পবনের অব্যক্ত শিহরণে,
সেই অরুণিমায় খুঁজেছিলাম
আমার লুপ্ত প্রেম হৃদয়ের অলক্তরাগে,
নিহিত গহন মনের অরণ্যে,
ফোটাফুলের বুনোগন্ধমাখা আবেগে।
যেদিন জেগেছিলে আদিম অন্ধকারের মঞ্জিমায়,
সমাহিত সৃষ্টির শূন্য উদ্যানে,
কম্পিত হৃদপদ্ম অনুভূতির পাপড়ি মেলেছিলো
প্রথম প্রভাতী আলোর স্পন্দনে।
নীল আকাশের অলকমেঘ সাক্ষী ছিল
সেই পলাশ লাল হৃদয় প্রস্ফুটনের
সংগোপন প্রতীক্ষার
অন্ধতামসী রাত নিরালায় তারে প্রশ্ন করেছিল
'তুমি কি সেই 'অমূর্ত অন্তঃস্তল'?
সঞ্চিত স্বপ্নের নিবিড় নির্জন আধার?'
............শম্পা