Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

.         এলাকার আকাশ  .               -- সুজিত চক্রবর্তী  .     উত্তরে অলিগলি অন্ধ চিরদিন । আমার জানলায় জেগে থাকে একফালি  ' এল-আকার ' আকাশ । সেখানে লালবাড়ির ছাদের ওপরেই দিক বদল করে দুপুরের কাক । সন্ন্যাসী মেঘের লজ্জা অকারণে…



.         এলাকার আকাশ 
.               -- সুজিত চক্রবর্তী 
   উত্তরে অলিগলি অন্ধ চিরদিন । আমার জানলায় জেগে থাকে একফালি  ' এল-আকার ' আকাশ । সেখানে লালবাড়ির ছাদের ওপরেই দিক বদল করে দুপুরের কাক । সন্ন্যাসী মেঘের লজ্জা অকারণে বাড়িয়ে দিয়ে হেসে ওঠে  মৌসুমি বাতাস। 
যতটুকু দেখা যায়,  আমরা সবাই জানি,  তার চেয়ে 
অনেক উদার মহাকাশ ! ধ্রুব তারা নাই থাক, জেনে 
রেখো  আমার নিজস্ব আকাশ চিরদিনই চলমান । 
কল্পনায় রঙিন । নিয়ে যায় গ্রহান্তরে , কত না যত্ন করে,  চুপি চুপি হাত দুটি ধরে । 
.
    বলি শোন , এই তো সেদিন ছিল এক অপরূপ পূর্ণিমা রাত ।  এলাকার আকাশে,  কি সৌভাগ্য,  প্রত্যক্ষ করলাম  জীবন্ত চন্দ্র গ্রহণের চিত্রকল্প ।
আমরা প্রত্যেকেই গর্বিত হয়ে বলেছিলাম,  এ শুধু আমার একার । 
.
     বুঝিনি এটাই ,  চমকের তখনও  ছিল বাকি । রাত আরো ঘন হয়ে কাক জ্যোৎস্নায় ঢেকে দিল 
যখন  আকাশ , হঠাৎ দেখেছি,  অবাক হয়েছি , 
ঝলমল করে ঈশ্বর  নামে ও বাড়ির ছাদে । 
.
    কি যেন সেদিন বলেছিলে সাগ্নিক ? ভাঙা চোরা সব শব্দ মুকুল কিছু কিছু মনে পড়ে ..... 
           ' তাই তো , প্রভু, যেথায় এল নেমে  
             তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে ...' 
  আমরা   তখনই প্রার্থনা  করেছিলাম সমবেত কণ্ঠে,  এবার তোমার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আদেশ জারি করো  হে সর্বশক্তিমান ! 

                       @              @