Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

.                     • ঝুলন •               অজয় কুমার দত্ত
আজ ফাল্গুনী সমীরণে কাঁপে নীপবনবসন্তসখা গায়                তমাল পত্র ছায়বাঁশরীর মধু রাগে উতলা কাননআজ ফাল্গুনী সমীরণে কাঁপে নীপবন।
হিন্দোলে লাগে দোলা      রঙে রঙে হোলিখেলাবি…

 


.                     • ঝুলন •

               অজয় কুমার দত্ত


আজ ফাল্গুনী সমীরণে কাঁপে নীপবন

বসন্তসখা গায়                তমাল পত্র ছায়

বাঁশরীর মধু রাগে উতলা কানন

আজ ফাল্গুনী সমীরণে কাঁপে নীপবন।


হিন্দোলে লাগে দোলা      রঙে রঙে হোলিখেলা

বিমোহিত কানু খোঁজে শ্রীরাধা নয়ন

উতরোল যমুনা সম উতল মনন।

   

দয়িতা নাগরী সাজে         শ্রীরাধা যে মরে লাজে

সুরধ্বনি হৃদমাঝে তবু বলে অকারণ

ওরে ও ললিতা ওকে কর না বারণ।


বুঝিল বিশাখা সখী           দেখি রাই বিধুমুখী

শ্যাম মোহে দু’টি আঁখি মন উচাটন

বলে রাই করো ওই মুরলী শ্রবণ।  


শ্রীরাধা বলে ওগো সন্ধ্যালগন

আঁধার আঁচলছায়ে ঢাকো দিনমান

চরণের শিঞ্জিনী                রুমঝুম তোলে ধ্বনি

খুলে দে না সখী তোরা কনকাভরণ

আজ ঝুলন দোলায় হবে বসন্তমিলন।। 


©অজয়