যাকে পুরুষ বলে চিনতাম
যাকে পুরুষ বলে চিনতাম ,যার পদতলের চাপে মাটি সরে যেত, চিৎকারে বজ্র নেমে আসতো অভিশাপে অসতী পাথর হয়ে যেত, আজ তাকে কেউ পুরুষ বলে না..!
যাকে পুরুষ বলে চিনতাম, যার মাথায় স্বর্ণ মুকুট, হাতে তলোয়ার গলায় ন্যায় ব…
যাকে পুরুষ বলে চিনতাম
যাকে পুরুষ বলে চিনতাম ,যার পদতলের চাপে মাটি সরে যেত, চিৎকারে বজ্র নেমে আসতো অভিশাপে অসতী পাথর হয়ে যেত,
আজ তাকে কেউ পুরুষ বলে না..!
যাকে পুরুষ বলে চিনতাম, যার মাথায় স্বর্ণ মুকুট, হাতে তলোয়ার গলায় ন্যায় বিচারের প্রতিশ্রুতি আর অন্দরমহলে নিজ হাতে ছিঁড়ে ফেলা ডানা মেয়ে পাখিদের জীবন্ত কবর দেওয়া,
আজ তাকে কেউ পুরুষ বলে না...!
যাকে পুরুষ বলে চিনতাম, যার শরীর বলিষ্ঠ গায়ে হাজারো রমণীর লেগে থাকা সুগন্ধি ঠোঁটে কঠিন চুম্বন পরনে ধুতি গিলা করা পাঞ্জাবি পায়ে হাঁটা রিক্সায় শহরের লাল নীল গলি পেরিয়ে সংসারে প্রবেশ,
আজ তাকে কেউ পুরুষ বলে না...!
যাকে পুরুষ বলে চিনতাম, যার কাব্য সাহিত্যে নারীর অগ্রাধিকার, নারীর শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষায় কল্পবৃক্ষের গায়ে ঝরে পড়তো শব্দ ,তাঁরই লেখা কয়েকটি চিঠি রাতকে অশ্লীল করে তোলে, 'পুরুষের ইচ্ছাপূরণে নারীর বৈধতা"
আজ তাকে কেউ পুরুষ বলে না....!
যাকে পুরুষ বলে চিনতাম যার প্রজাবৎসল স্বভাবে প্রচণ্ড দৃঢ়তা যার নারী মর্যাদার উদারতায় শুরু হয় মহাযুদ্ধ তারপর গর্ভবতী স্ত্রীকে আগুনে সেঁকে বনবাসে ফেলে দেওয়া হয়,
আজ তাকে কেউ পুরুষ বলে না...!
সময় বদলেছে, পুরুষের স্থান বদলেছে, শুধু বদলায়নি পুরুষের প্রতি নারীর অকুণ্ঠ প্রেম।
- রাণু গুহ।