Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।। দিনরাতের মহাকাব্য।।।। সুনির্মল বসু।।
এই যে তুমি নদীর কাছে ব্যক্তিগত দুঃখ জানাতে যাও, নদী কি মানুষের কথা শোনে, এই যে তুমি পাহাড়ের পায়ের কাছে হাঁটতে হাঁটতে অতীত স্মৃতির মধ্যে মগ্ন হও, তখন মগ্ন শৈল কি তোমাকে বেঁচে থাকার গল্প বলে…

 


।। দিনরাতের মহাকাব্য।।

।। সুনির্মল বসু।।


এই যে তুমি নদীর কাছে ব্যক্তিগত দুঃখ জানাতে যাও, নদী কি মানুষের কথা শোনে, এই যে তুমি পাহাড়ের পায়ের কাছে হাঁটতে হাঁটতে অতীত স্মৃতির মধ্যে মগ্ন হও, তখন মগ্ন শৈল কি তোমাকে বেঁচে থাকার গল্প বলে,

জল-জঙ্গলের সবুজে হাঁটতে হাঁটতে তুমি যখন অরণ্য পাখির গান শোনো, তখন কি তোমার শক্তি চাটুজ্জে হবার ইচ্ছে জাগে,

কখনো কখনো গড়িয়াহাট মোড়ে এক ঝাঁক সুন্দরীর মধ্যে হাঁটতে হাঁটতে তুমি কাকে খোঁজো,

তুমি কি যে কেউ একজন তোমার জীবনে আসুক,

এই প্রার্থনা করো,

অথচ বেশ জানো, জীবন মানেই সামুদ্রিক উথাল পাথাল, প্রতিদিনকার জীবনে প্রেম পরিণয় প্রকৃতির ক্যানভাস আলাদা কোনো তাৎপর্য বহন করে না,

তবুও বেমিশাল জীবন কতদূর নিয়ে যায়,

জীবন যতোটুকু, জীবন সম্পর্কে আশা এবং স্বপ্ন বহুদূরগামী,

নদীর ঢেউয়ের মতো চড়াই-উতরাই পেরিয়ে জীবনের ঘাটে ঘাটে এভাবেই জীবন এগিয়ে চলে,

পুরাতন বন্দর ছেড়ে নতুন বন্দরে উঠে আসে প্রাচীন মানুষ, কত উন্মনা মুখ হেঁটে যায়,

প্রতিদিন মানুষের স্বপ্ন বদল হয় সকাল-সন্ধ্যায়।