Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।। ধ্বংস ও সৃষ্টির প্রেক্ষাপট।।।। সুনির্মল বসু।।
এক একদিন আকাশ থেকে কান্নার বৃষ্টি ঝরে পড়ে, ভাসিয়ে নিয়ে যায় গৃহস্থের ঘরবাড়ি ও শেষ সম্বল, এক একদিন নির্জন দ্বীপে মানুষকে সারাদিন সারারাত জেগে থেকে চোখের জল ফেলতে হয়,চারদিকে জল থ…

 


।। ধ্বংস ও সৃষ্টির প্রেক্ষাপট।।

।। সুনির্মল বসু।।


এক একদিন আকাশ থেকে কান্নার বৃষ্টি ঝরে পড়ে, ভাসিয়ে নিয়ে যায় গৃহস্থের ঘরবাড়ি ও শেষ সম্বল, এক একদিন নির্জন দ্বীপে মানুষকে সারাদিন সারারাত জেগে থেকে চোখের জল ফেলতে হয়,

চারদিকে জল থৈ থৈ, চারদিকে জলময় জমিজারাত, প্রিয় গবাদি জলে ভেসে যায়,


সেদিন মানুষ বড় কাঁদে, মানুষের গগনভেদী হাহাকার দেখে ঈশ্বরের চোখেও জল আসে,

বানভাসি মানুষের হাহাকার বাতাসকে ভারী করে,

ঈশ্বর ভরসা মানুষ তখন বুক ফাটা আর্তনাদে শূন্যে দু হাত তুলে কেঁদে ওঠে,


চারদিকে অতলান্ত জলরাশি, চারদিকে মানুষের হাহাকার, অনাহারী শিশুর আর্তনাদ, ভেঙেপড়া গাছগাছালি স্রোতের টানে জলে ভেসে যায়,


তখন আশ্চর্য হয়ে মানুষ দ্যাখে, ছোট ছোট দ্বীপের মতো উঁচু জমিতে আশ্চর্য সুন্দর ভাবে ফুটে থাকে পলাশ ফুলের রঙ বাহার, যে ফুলগুলি নীল আকাশের দিকে উদাস ভাবে চেয়ে থাকে,

প্রকৃতির আলো-ছায়ায় প্রকৃতির লীলা আকাশ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দ্যাখে, প্রাণহীন গ্রাম প্রাণের সজীবতা খুঁজে পায়,


সেদিন ধ্বংসের মাঝখানে সৃষ্টির আত্মপ্রকাশ দেখে

মানুষ আশ্চর্য হয়, সবিস্ময়ে উঠে দাঁড়ায়,

ধ্বংস যদি সত্যি হয়, সৃষ্টিও অনিবার্য সত্যি,


ঘর ছাড়া মানুষ আবার ঘর বাঁধে, গভীর আশায় বুক বেঁধে আবার উঠে দাঁড়ায়, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন

আবার তাকে সৃষ্টি সুখের উল্লাসে নতুন করে উঠে দাঁড়াবার উদ্দীপনা দেয়।