Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়- -- কবিতা শিরোনাম- ---দু-চোখের সীমানায় তখনও কলমে- -- রত্না পাল  তারিখ- --12*3*2021 _____________________________
সময়ের দৌড়ত্বে আমাদের একান্ত মুহূর্তেরা কেমন সরে সরে পিছনে চলে যায়  ।মুক্ত বিহঙ্গের মতো আমাদের ইচ্ছেগুলো ডানা মেল…

 


বিষয়- -- কবিতা 

শিরোনাম- ---দু-চোখের সীমানায় তখনও 

কলমে- -- রত্না পাল  

তারিখ- --12*3*2021 

_____________________________


সময়ের দৌড়ত্বে আমাদের একান্ত মুহূর্তেরা 

কেমন সরে সরে পিছনে চলে যায়  ।

মুক্ত বিহঙ্গের মতো আমাদের ইচ্ছেগুলো 

ডানা মেলেছিল সেই ক্ষণে ।

ফেলে আসা কিছু সময় পূর্বেই ।

মিলিত তৃষ্ণারা আত্মহারা হয়েছিল অভিলাষ পূর্ণতায় । 

কত কথার বিশ্বাসে মন মনকে করেছে আপন 

তবু ও রয়ে যায়!  

রয়ে  গেছে না বলা কিছু কথার স্রোত 

ছুঁয়ে দেওয়ার প্রত্যাশায় --

রেখেছি চুপকথায় গচ্ছিত ।


দিন শেষে ফিরে যাওয়া আলোর মতো 

তুমি ও ফিরে গেলে গোধূলির পথ বেয়ে ।

হেমন্তের শিশির ভেজা পথের নিরবতাকে ছুঁয়ে 

এগিয়ে চলেছ ক্রমশ কুয়াশার চাদরকে ছিঁড়ে । 

আমার জলভরা দুটি চোখের সীমানায় তখনও 

ভেসে বেড়াচ্ছে তোমার একাকী হেঁটে যাওয়ার 

  শেষ চিহ্নিত হওয়ার  জলছবি । 

আমাদের মিলিত ভালোবাসার ভালোলাগাগুলো 

ভীষণ সতেজ সেই ক্ষণে । 

কুসুম ছড়ানো সে মুহূর্তের আবেশ

কে ভোলে বলো তো ! না তুমি না আমি !

কত কথার জীবাশ্মের নির্যাস বেয়ে প্রতিধ্বনি 

তখন ও --" ভালোবাসি তোমাকে  " ।

বহু ব্যবহৃত সে কথা যুগে যুগে প্রেমের বিন্যাসে 

তবুও তোমার প্রকাশে হৃদয়ে তার ব্যাপ্তি অসীম ।

__________________@________________