#একই_উঠোন
#রুমানী_ভট্টাচার্য্য
তোমার আমার উঠোনজোড়া প্রেমেসাক্ষী থাকে রোদ পোহানো কাঁথা, প্রতিটি ফোঁড়, সূক্ষ্ম সুতোর হেমেনকশা গুলো একই সুরে গাঁথা।
তোমার মাথায় সাদা ফেজের টুপি,আমার বাপের গলায় উপবীত আজান শেষে গাইছে তোমার ফুপিপ্রাণ জুড়…
#একই_উঠোন
#রুমানী_ভট্টাচার্য্য
তোমার আমার উঠোনজোড়া প্রেমে
সাক্ষী থাকে রোদ পোহানো কাঁথা,
প্রতিটি ফোঁড়, সূক্ষ্ম সুতোর হেমে
নকশা গুলো একই সুরে গাঁথা।
তোমার মাথায় সাদা ফেজের টুপি,
আমার বাপের গলায় উপবীত
আজান শেষে গাইছে তোমার ফুপি
প্রাণ জুড়ানো রবি বাবুর গীত ।
তোমার ঘরটি বাঁধা জারুল তলে
দখিনা মুখ আমার ঘরটি বাঁয়ে,
সবাই ঝাঁপায় তোমার পুকুর জলে
ভেজা কাপড় জড়ায় পায়ে পায়ে।
সন্ধ্যা বেলায় বাজলে শাঁখের ধ্বনি
পড়িমরি তুলসী তলায় ছুট্
তুমি,আমি,ফজল,গনেশ,ফণী
কাড়াকাড়ি হচ্ছে হরির লুঠ।
শিরীষছায়া আমায় আদর করে
ফুলের গন্ধ ছড়ায় সবার কাছে
চামর বুলায় চালের ছাওয়া খড়ে।
তোমার, আমার প্রেমের উঠোন আছে।
তোমার রক্তে বাঁচে আমার ভাই
তোমার মায়ের নামাজ শেষে দোয়া
এ ঋণ শুধি,এমন সাধ্য নাই
প্রেমের উঠোন মাঝখানে যে শোয়া ।