Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

-
‐----তুমি , আমি ও বসন্ত------
চৈতী হাওয়ায় মন ভেসে যায়, 
কোথায় আছ কোন ঠিকানায়?
একলা জেগে বসে আছি রাত পাহারায়!
এই তো সেদিন বর্ষা দিনে,
আকাশঝুরির বনে বনে, 
মাদল বেজে উঠেছিল দুইটি মনে, সংগোপনে!
সেদিন তুমি পাগল ছিলে ঝড়ের তালে, 
আমি স…

 -


‐----তুমি , আমি ও বসন্ত------


চৈতী হাওয়ায় মন ভেসে যায়, 


কোথায় আছ কোন ঠিকানায়?


একলা জেগে বসে আছি রাত পাহারায়!


এই তো সেদিন বর্ষা দিনে,


আকাশঝুরির বনে বনে, 


মাদল বেজে উঠেছিল দুইটি মনে, সংগোপনে!


সেদিন তুমি পাগল ছিলে ঝড়ের তালে, 


আমি সেদিন উদাস ছিলাম নৃত্য ভুলে!


আজ কেন যে মন উড়েছে ছন্দে, তালে!


শিরীষ ফুলের গন্ধে এল তোমার খবর, 


যাওনি তুমি যাওনি ভুলে, রাখছ নজর,


গুনছ তিথি, ঘন্টা, মিনিট, গুনছ প্রহর!!


যাওনি দূরে, আছ তুমি পলাশ ফুলে, 


আছ তুমি নতুন পাতায়, অশোক বকুল ফুলে ফুলে, 


তাইতো দিলাম কৃষ্ণচূড়া এলো চুলে!


কেন ঝড়া পাতায় শুনি বিষাদ বাতাস, 


চৈত্র হাওয়া কেনই করে ব্যকুল উদাস!


নব চেতন জাগায় মনে কিশলয়ে র আশ্বাস!!


আমি জেগে আছি, তাপসী আমি বসন্ত গান গাই,


ফুটেছে শিমুল, রুদ্রপলাশ, কাঞ্চন ফোটে তাই!


কোকিল, দোয়েল ডেকে চলে, থামার সময় নাই!


চৈতী হাওয়ায় বসন্ত বহে তাই!


দোল এল ঘরে, সুবাসিত ফাগ মেখে, 


পুলকিত হব তোমার পরশে, বাঁশি খানি দেখে দেখে, 


হরষে মন কি রজ্জুতে বাঁধা থাকে !!


মধুমাস এল, সাথে বসন্ত বায় 


কেন দূরে আছ, বসন্ত ডাকে 'আয়', 


আম্রপুঞ্জে মৌমাছি গান গায়, 


মধুমাস এল, বসন্ত ডাকে 'আয়, আয়, আয় আয়'!


মাধবীলতার ছন্দে জাগে অনন্ত 


আমি বিরহিনী, চাই নে হতে যে!


'আয় আয়' ডাকে আমার নব বসন্ত!!!!!


------চৈত্র বিলাসী ❤মোসুমী ব্যানার্জী-------