Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#প্রশ্ন_করে_দেখো--- স্নেহাশিস পালিত ০৩-০৩-২০২১
প্রজ্ঞাকে প্রশ্ন করে দেখো -আবহমান কালের পথে হেঁটেছে কত দূর,মনুষ্যের নগ্ন আদিমতা, অবক্ষয় পুঁজি করে...বিবশ কান্নাকে সঙ্গী করে এগিয়ে যেতে যেতে!অশান্ত হৃদয়ের নিঃসঙ্গ অলিন্দে -কখনোও কান …

 


#প্রশ্ন_করে_দেখো

--- স্নেহাশিস পালিত 

০৩-০৩-২০২১


প্রজ্ঞাকে প্রশ্ন করে দেখো -

আবহমান কালের পথে হেঁটেছে কত দূর,

মনুষ্যের নগ্ন আদিমতা, অবক্ষয় পুঁজি করে...

বিবশ কান্নাকে সঙ্গী করে এগিয়ে যেতে যেতে!

অশান্ত হৃদয়ের নিঃসঙ্গ অলিন্দে -

কখনোও কান পেতে শুনেছে কি? 


প্রত্যাশাকে জিজ্ঞাসা করো -

আশায় ভরসা দিয়েছে কত বার,

অস্তিত্ব টেকানোটাই যাদের একমাত্র দায়...

লিপ্ত থাকা অন্তরপ্রজাতি সংগ্রামে সকাল সন্ধ্যে,

অবজ্ঞায় ফেলে দেওয়া ডাস্টবিনে...

সন্ধানী চোখ খোঁজে আত্মতৃপ্তির স্বর্গীয় অনুভূতি! 


দীর্ঘ্য পথ আরোও সুদীর্ঘ্য হয় -

হতাশাক্লান্ত আলোর সন্ধানে রাত্রির অবসানে! 

প্রত্যয়ের কাছে জিজ্ঞাসা করো -

কথা দিয়েও কেন সে কথা রাখেনি?

সান্ত্বনার মিথ্যে প্রতিশ্রুতি দেবে আর কতদিন... 

আশ্বাসের ফুলঝুরি হয়ে ছুটবে কতকাল?


প্রয়োজন সেটাই, যা সত্যিই প্রয়োজন,

বিলাসিতা নয় -

ক্ষুধার সময় একমুঠো ভাত, একটুকরো রুটি;

লজ্জা ঢাকার আবরণ; ছোট্টো একটু আচ্ছাদন...

তারা প্রত্যাশা চায় না, প্রত্যয় চায় না -

চায় না কোনও প্রজ্ঞাকে!


স্থান -- সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/০২-০৩-২০২১

স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত