Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আজকের বনলতা সেনসুদীপা03/03/2021
হাজার বছরের পথ চলা শেষে,জীবনানন্দের আগমন প্রতীক্ষায় বনলতা সেন।আজও বসন্তের দিনগুলোয় গ্রীষ্মের প্রখরতা।শিমুল ,পলাশ অমনি ই ঝরে পরে।সিংহল,মালয় সাগরে ঢেউ ওঠে,বনলতার দুচোখ শুকনো তবুও রয়।হৃদয়ে প্লাবন আসার …



আজকের বনলতা সেন

সুদীপা

03/03/2021


হাজার বছরের পথ চলা শেষে,

জীবনানন্দের আগমন প্রতীক্ষায় বনলতা সেন।

আজও বসন্তের দিনগুলোয় গ্রীষ্মের প্রখরতা।

শিমুল ,পলাশ অমনি ই ঝরে পরে।

সিংহল,মালয় সাগরে ঢেউ ওঠে,

বনলতার দুচোখ শুকনো তবুও রয়।

হৃদয়ে প্লাবন আসার পূর্ব অবস্থা।

বিম্বিসার, অশোকের ধূসর জগৎ পেরিয়ে ,

আর কবে আসবে ক্লান্ত জীবনানন্দ ?

বনলতা শুধু কি শান্তিই দিয়েছিল ?

তার হৃদয়ের ভালোবাসা ছোঁয়নি   তোমায় ?

অন্ধকার বিদিশার নিশার মত চুলে

আজ সময়ের ধূসরতা দাগ কেটেছে।

তবু হাল ভাঙা নাবিকের অপেক্ষায়

একলা সবুজ ঘাসের দেশে বনলতা।

পাখির নীড়ের মত চোখে অকুলতা।

যদিও বয়স দৃষ্টিকে করেছে আচ্ছন্ন।

যখন সন্ধ্যা নামে বনলতার পৃথিবীতে,

জোনাকিরা আজও সাজায় কবিতার আসর।

জীবনের লেনদেন নিতে চায় হিসাব।

তবু অন্ধকারেও জেগে থাকে বনলতা।

সাথে থাকে অপেক্ষা ,জীবনানন্দ সেন।