চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে না : সূত্র কমিশন দেবাঞ্জন দাসনির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না। ভিডিও কনফারেন্সে আজ জেলাশাসক জেলা ইলেকশন অফিসার দের এমনই বার্তা মৌখিকভাবে মুখ্য নির্বাচন আধিকারিকের। বিজেপ…
চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে না : সূত্র কমিশন
দেবাঞ্জন দাস
নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে লাগানো যাবে না। ভিডিও কনফারেন্সে আজ জেলাশাসক জেলা ইলেকশন অফিসার দের এমনই বার্তা মৌখিকভাবে মুখ্য নির্বাচন আধিকারিকের।
বিজেপি দাবি করেছিল যাতে কন্ট্রাকচুয়াল স্টাফদের ভোটের কাজে না লাগানো হয়। কার্যত কমিশন সেই দাবিকেই মান্যতা দিল বলে মনে করা হচ্ছে।
কমিশন সূত্রে খবর যদি কোন অপরাধী ভোটে দাঁড়ায় তাহলে কমিশনের আইন মোতাবেক ব্যাখ্যা দেওয়ার কাজটি গুরুত্ব দিয়ে করতে হবে। কমিশন জানিয়েছে যদি কোন দাগি অপরাধী ভোটে দাঁড়ায় তাকে কেন ভোটে দাঁড় করাতে হচ্ছে তার বিভিন্ন রাজনৈতিক দলকে তার স্বপক্ষে ব্যাখ্যা দিতে হবে। এটা নিশ্চিত করতে হবে সব জেলা ইলেকশন অফিসার দের। ভিডিও কনফারেন্সে এমনই নির্দেশ মুখ্য নির্বাচন আধিকারিক এর সব ডিসট্রিক্ট ইলেকশন অফিসারদের কে।