Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#অণুগল্প#গণতন্ত্রনিতাই চিৎকার করে মাকে বলল,"আবে ও মা ,কত দেরি আর খেতে দিতে? আমার দেরি হয়ে যাচ্ছে"।মা রান্নাঘর থেকে বলল ,এসো, খেয়ে আমাকে উদ্ধার করে যাও।কাজ তো নেই শুধু অকাজের গোঁসাই!কাজ বলতে শুধু ঘরে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#অণুগল্প

#গণতন্ত্র

নিতাই চিৎকার করে মাকে বলল,"আবে ও মা ,কত দেরি আর খেতে দিতে? আমার দেরি হয়ে যাচ্ছে"।

মা রান্নাঘর থেকে বলল ,এসো, খেয়ে আমাকে উদ্ধার করে যাও।কাজ তো নেই শুধু অকাজের গোঁসাই!কাজ বলতে শুধু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো!

নিতাই এসে চেয়ারটা টেনে বসল।

মাকে বলল , তুমি কি বুঝবে বলতো! দেশের জন্য কাজ করছি,বুইলে? সব্বাই তো শ্লা নিজের আখের গোছাচ্ছে। মা বলল ,তা তোকে কে কাজ দেবে?;

এই সারাদিন মিছিল করছিস,দেয়াল লিখছিস,এতো আজ থেকে তো নয় যে সময় এইসবের পেছনে দিচ্ছিস তার একচুলও যদি মন দিয়ে পড়তিস .... তাহলে অন্তত কিছু করে খেতে পারতিস।

"আবে... তুমি চুপ করো তো!এই কানের কাছে ঘ্যানর ঘ্যানর শুরু হলো, তুমি এসবের কি বুঝবে? পড়াশোনা করে কিছু হয় না বুঝলে? চাকরি পেতে গেলে পাট্টি করতে হয় পাট্টি ...। সেইজন্যেই তো করছি,একে বলে গণতন্ত্র ... "নিতাই বেড়িয়ে গেল কোনরকমে গিলে, দিন নেই রাত নেই সমানে খেটে 

চলেছে ভোটের প্রচারে।

⌚⌚

এতো রাত হয়ে গেল নিতাই কেন আসছে না!মা ঘড়ির দিকে তাকালো, সেই কখন গেছে...! এতো দেরি তো করেনা! তবে আজ এতো দেরি করছে কেন?মা ছটফট করতে থাকে। নাহ,এমন ছেলেই

পেটে ধরেছিলাম! একটা দিনের জন্যেও শান্তি দিলে

না গো!

ভাতের থালা আগলে মা বসে ... নিতাই আর বাড়ি ফেরে না.....

বসে থাকতে থাকতে কখন যেন চোখটা লেগে এসেছিল মায়ের হঠাৎ কিছু হৈচৈ এ চমকে উঠল, এ কী..! নিতাইয়ের কিছু বন্ধু ওকে পাঁজা কোলা করে নিয়ে আসছে! সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে,চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মা ছুটে গেল নিতাইয়ের কাছে, গলার ভেতর থেকে গোঙানির আওয়াজ,ও নিতাই,কি হলো বাবা?কে এমন করল বাবা তোকে?? আমার যে তুই ছাড়া আর কেউ নেই বাবা...!

নিতাইয়ের চোখ দিয়ে দু'ফোটা জল গড়িয়ে পড়ল, আস্তে আস্তে মায়ের দিকে তাকিয়ে বলল"গণতন্ত্র"।


#🖋️#স্বরূপা