সৃষ্টি সাহিত্য যাপন
২৯/০৩/২০২১~~~~~~~~~~কল্যাণ ভট্টাচার্য্য~~~~~~~~~~আবিরে বসন্ত~~~~~~~
আমি তো হাঁটি বসন্তে কোকিলের ডাকেঅথবা গোলাপের গন্ধে নীল সন্ধ্যের সাথেচাঁদের আলোয় হয়তো বা বহু দূরে—নিহত পুরোনোর ভীষণ গভীরের উষ্ণতায়। অভিমানী চা…
সৃষ্টি সাহিত্য যাপন
২৯/০৩/২০২১
~~~~~~~~~~
কল্যাণ ভট্টাচার্য্য
~~~~~~~~~~
আবিরে বসন্ত
~~~~~~~
আমি তো হাঁটি বসন্তে কোকিলের ডাকে
অথবা গোলাপের গন্ধে নীল সন্ধ্যের সাথে
চাঁদের আলোয় হয়তো বা বহু দূরে—
নিহত পুরোনোর ভীষণ গভীরের উষ্ণতায়।
অভিমানী চাহিদা জ্যোৎস্না মাখে আপন মনে
কিম্বা পলাশে স্নান করে আদুরে সংলাপ
মৃত ইচ্ছের দুহাতে আবদারের হাওয়া—
বেদনার স্তুপে হেঁটে যায় অনাদি অনন্ত প্রেম
আবির মাখা বসন্তের অহংকারে।
ফাগুনের খোলা দরজায় রঙিন ক্ষুধার্ত সকাল
পিপাসিত মুহূর্ত গুলো দৃষ্টি খোঁজে আবার।
আজ খেলবো দোল আবির থালা দে
ঈপ্সিত অবয়বে দেব রঙ লাগিয়ে
ইচ্ছেটা আজ বড্ড গোলাপী সেজেছে
ওরে কে আছিস দে না আমায় রঙ মাখিয়ে।