Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি সাহিত্য সোপানবিভাগ-পদ্য কবিতা শিরোনাম- বসন্তের ছল****কলমে-মধুরিমা মুখোপাধ্যায় রায়*****তাং-30.3.21****থমকে গেছে ভালোবাসা,থমকে গেছে কোকিল গান। বসন্ত এসেছিলো পথে যেতে যেতে-তবু প্রেমসলিলে হয়নি স্নান। 
ফুটেছিলো শিমুল পলাশ-কৃষ্ণ…

 


#সৃষ্টি সাহিত্য সোপান

বিভাগ-পদ্য কবিতা

 শিরোনাম- বসন্তের ছল

****

কলমে-মধুরিমা মুখোপাধ্যায় রায়

*****

তাং-30.3.21

****

থমকে গেছে ভালোবাসা,

থমকে গেছে কোকিল গান। 

বসন্ত এসেছিলো পথে যেতে যেতে-

তবু প্রেমসলিলে হয়নি স্নান। 


ফুটেছিলো শিমুল পলাশ-

কৃষ্ণচূড়ার আবির লাল। 

প্রেমের হোলি তবু বে-রঙিন-

হবো হবো করে গেছে কাল। 


বসন্তের মিঠেবাতাস-

করেছিলো প্রেমের ছল। 

হৃদয় তবু রইলো একলা-

খাটেনি তার কোনো কৌশল। 


প্রেমহীন এই ঊষর প্রাণে-

বসন্তদূত বেসুরো গায়। 

প্রেমকিশোরী খেলে লুকোচুরি-

পিছু ফেরে আড়চোখে নুপূর পায়। । 

♥♥♥

স্বত্ব সংরক্ষিত