বিভাগ-কবিতা শিরোনাম-রোদন ভরা বসন্তকলমে-অপর্ণা চক্রবর্ত্তীতারিগ-১৭/০৩/২০২১
রোদন ভরা এ বসন্ত আসেনি কভু জীবনে মোরতব বিরহ বেদনায় মম হয়েছে ছিন্ন হৃদয় ডোরশিমুল পলাশের বর্ণে রাঙানো বেদনা ভরা হৃদয়বসন্তের পবনে পড়েছে ঝরে পত্রালিকা দ্বয…
বিভাগ-কবিতা
শিরোনাম-রোদন ভরা বসন্ত
কলমে-অপর্ণা চক্রবর্ত্তী
তারিগ-১৭/০৩/২০২১
রোদন ভরা এ বসন্ত আসেনি কভু জীবনে মোর
তব বিরহ বেদনায় মম হয়েছে ছিন্ন হৃদয় ডোর
শিমুল পলাশের বর্ণে রাঙানো বেদনা ভরা হৃদয়
বসন্তের পবনে পড়েছে ঝরে পত্রালিকা দ্বয়।
বসন্তের আগমনে আম্র মুকুলের ঘ্রাণে মাতোয়ারা অলিরা
বিরহ কাতর হয়ে দুনয়ন রয়েছে জেগে নক্ষত্রেরা
বসন্তের আবিরের গন্ধে ভরে রয়েছেছে চারপাশ যখন
কোকিলের কুহু তানে অব্যক্ত ব্যথা দোলায়িত হৃদয়ে তখন।
নব কিশলয়ের আগমনে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে
হরিৎ বর্ণের এসেছে জোয়ার বিহগেরা লেগেছে ঘর বাঁধার কাজে।
এমতাবস্থায় হৃদয় মোর হয়েছে ব্যাকুল প্রিয়জনের তরে
তার ছোঁয়া আবিরের স্পর্শ তনু মন শিহরিত করে।
মনকে রাখা যায়না বশে অজানা অমোঘ আকর্ষণে
যে এসে ধরা দেয় শেষে রোদন ভরা বসন্তের ঘ্রাণে।
ভাবনার অবকাশে এ মন হারায় স্মৃতির অগোচরে
যেথা রয়েছে সদা বিরাজিত সুখস্মৃতি চিরকালের তরে।