প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে আসছেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। কাঁথি রেলস্টেশন সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে কি বক্তব্য…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে আসছেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। কাঁথি রেলস্টেশন সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে কি বক্তব্য রাখেন সেটাই এখন দেখার। সকাল দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে করে আসার কথা। সভাস্থলে তিনটি বড় বড় হ্যাঙ্গার করা হয়েছে।
মূলমঞ্চে প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই তিনজনের ছবি রয়েছে। মূলমঞ্চে লেখা রয়েছে "এবার আসল পরিবর্তন এবার বিজেপি"। বিজেপি সূত্রে জানা গিয়েছে আজকের সভায় প্রায় তিন লক্ষ মানুষের সমাগম হবে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি গত রবিবার এগরায় অমিত শাহের সভায় শিশির অধিকারী কে দেখা গিয়েছিল। আজকের সভায় কারা উপস্থিত থাকে এখন সেটাই দেখার বিষয়।