Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা#শিরোনাম_মুক্তি_যুদ্ধ#কলমে_গৌরী_ঘোষ#তারিখ_১২_৩_২০২১*************************আবার হোক মুক্তি যুদ্ধথাকুক স্বাধীনতার দাবী, ভাসে ভাসুক রক্ত নদীতবু ফিরে পাবো মুক্ত ফটকের চাবি। 
ডুবে চলেছি অন্ধকারের দলদলে নিঃশ্বা…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা

#শিরোনাম_মুক্তি_যুদ্ধ

#কলমে_গৌরী_ঘোষ

#তারিখ_১২_৩_২০২১

*************************

আবার হোক মুক্তি যুদ্ধ

থাকুক স্বাধীনতার দাবী, 

ভাসে ভাসুক রক্ত নদী

তবু ফিরে পাবো মুক্ত ফটকের চাবি। 


ডুবে চলেছি অন্ধকারের দলদলে 

নিঃশ্বাসে উড়ছে বিষাক্ত পোকা, 

এখনো আছে সময় কিনচিৎ 

নয়তো যাবে না আর রোখা।


মাটির বুকে নাট্যমঞ্চ

নানাবিধ নাটকের সমাবেশ, 

আমরা কাঁদছি মাতৃ শোকে

অনিদ্রা অনাহারে কাতর যাতনার ক্লেশ।


খাদ গুলো গভীরে পরিণত

সুরঙ্গ পথে আনাগোনা, 

মাঝ রাতে শুনি চিৎকারে

কারা যেন দেয় উন্মাদ ভর্ৎসনা।


রাতের অন্ধকারে উড়ছে ফানুস

মাটি ধুয়ে যায় রঙ্গিন জলের জোয়ারে, 

আমরা আছি ঘুঘু কবুতরের মত 

কুটো ঘাসের খোয়ারে।


ইতিহাস টা আরো একবার দেখে নিই

শিখে নিই সব নিয়মের কৌশল

দড়ি টানাটানির খেলার মাঠে

ছুটি হোক সব ঘোলা রঙের ছলাকল


মাটির বারুদ জ্বালিয়ে দাও 

ছুটুক আগুনের লেলিহান, 

নব জাগরণ হোক সৃষ্টি

গিরগিটি যাযাবরের নেই পরিত্রাণ।


স্বাধীনতা হোক মুক্ত গগন

নব কিশলয় হাঁটবে মুক্তির পথে, 

মাটির কোল ভরবে আবার

হিরে পান্না মুক্ত জহরতে।