Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা  শিরোনাম:--ভ্রমণ (গদ্য কবিতা)কলমে:-- রুবী গুপ্তা তারিখ:---১২/০৩/২০২১
 ভ্রমণ মানেই আনন্দ জীবনের বিষন্নতা কাটাতে ভ্রমণের খুব খু----------বই  আছে প্রয়োজন।‌  ভ্রমণ খোলা হাওয়ায় স্নিগ্ধ আকাশের নীচেওই পাখিদের মতো  মেলে দেওয়া…

 


কবিতা 

 শিরোনাম:--ভ্রমণ (গদ্য কবিতা)

কলমে:-- রুবী গুপ্তা

 তারিখ:---১২/০৩/২০২১


 ভ্রমণ মানেই আনন্দ

 জীবনের বিষন্নতা কাটাতে

 ভ্রমণের খুব খু----------বই

  আছে প্রয়োজন।‌

  ভ্রমণ খোলা হাওয়ায়

 স্নিগ্ধ আকাশের নীচে

ওই পাখিদের মতো 

 মেলে দেওয়া সেই মনের ডানা।

 প্রকৃতির সুন্দর সাজে

 ডাকছে যেন দু-বাহুতুলে

 আ---য় ওরে আয় 

 আয় নারে তোরা 

আমা---র কোলে। 

 আমরা -----ও ছুটে যাই

 পাহাড়ে ,ঝর্ণায় আ---------বার

ও-----ই সমুদ্রের প্রান্তরে।

 পাহাড়ে উঠে যখন ডাকি

 নামটি ধরে ইকোর মত 

 শব্দ গুলো ও-----------ই যে

 দূর থেকে দূরান্তে

 ভেসে আসে সুর শত।

 ভ্রমণ নিজের মানুষ 

 গুলোকে একসাথে ধরে

 বেঁধে রাখে--------- 

 ভীষণ ------- ভীষণ যতন করে।

 ভ্রমণ কাছে ধারে 

 যেখানেই হোক না কেন 

 মাঝে -------------------- মাঝেই 

ঘুরে আসতে হয় ।

 আমাদের মন---------টি

 ওকে ভালো রাখার জন্য।‌

 সমুদ্রের একটু ছোঁয়া 

 জীবনের ছোট ছোট 

 কষ্টগুলো এ----------ক

 এক নিমেষেই আবেগে

 ভরিয়ে তুলতে পারে। 

 অনেক ক্ষমতা রাখে সে।

নৌকার ভ্রমণ ভালোবাসা 

আনন্দ আবেগে ভরে -------------

 খুশিতে আসে গান 

 সুর ভাসে দূর থেকে 

 দূর-----------দূরান্তে

মনটি হয়ে যায় শান্ত

 যতই থাক গো তুমি ক্লান্ত

  চাওয়ার ---------- মাঝে 

 গোপনে থাকে ভালোবাসা 

 যা নিজের এক----------দম 

 নিজের ----------------- আপন 

খুশির মিষ্টি চাওয়া 

পাওয়া শুধুই আপন 

একান্তই -------- আপন 

থাকে ,থাকে ওই মনের কোণে।