Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম "সদা সত্য"কলমে সুনীল বণিক। ০৪/০৩/২০২১************
সদা সত্যসুনীল বণিক।****************আমরা মানুষ আজকাল বড় আজব।সত্যি ছেড়ে, বিশ্বাস করি যত সমস্ত গুজব।
জানিনা কখন কি যে আসলে চাই। পেয়েও বলি আরো কিছ…



 সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম "সদা সত্য"

কলমে সুনীল বণিক। 

০৪/০৩/২০২১

************


সদা সত্য

সুনীল বণিক।

 

****************

আমরা মানুষ আজকাল বড় আজব।

সত্যি ছেড়ে, বিশ্বাস করি যত সমস্ত গুজব।


জানিনা কখন কি যে আসলে চাই। 

পেয়েও বলি আরো কিছু যেনো পাই।


সারাক্ষণ করি রব শুধু খাই খাই। 

চেটে পুটে খেয়ে দেয়ে শেষ বলি, নাই নাই।


নিজেই চিনি না আমরা নিজেকে।

দেখতে চাই না একদম কি হচ্ছে চারিদিকে।


পারি না মেনে নিতে আর মনে নিতে।

নিজেরই পাকা চুল পারি না নিজে সইতে।


বয়েস বেড়ে যাওয়াটাও এক আক্ষেপ।

তবুও করি না কখনো কাউকে ভ্রুক্ষেপ।


মানুষ আমরা আজকাল বড়ো আজব।

সত্যি ছেড়ে বিশ্বাস করি যত সমস্ত গুজব।