Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন।
**** গতবছর এক ভন্ডের ভন্ডামী দেখে দুঃখে লিখেছিলাম।
ভন্ডামী।_________
বড়ো যে সমাজের খুঁত ধরো, কি আসে যায় কার কি হল।আঙ্গুল তোলার আগে ভেবেছ কখনওকত টুকু দান করলে সমাজের খাতে?বড়ো মুখ করে নারী স্বাধীনতার কথা বলো,শ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন।


**** গতবছর এক ভন্ডের ভন্ডামী দেখে দুঃখে লিখেছিলাম।


ভন্ডামী।

_________


বড়ো যে সমাজের খুঁত ধরো, 

কি আসে যায় কার কি হল।

আঙ্গুল তোলার আগে ভেবেছ কখনও

কত টুকু দান করলে সমাজের খাতে?

বড়ো মুখ করে নারী স্বাধীনতার কথা বলো,

শিক্ষিত হবার বড়াই করো।

বাড়ির ক'টা কাজের মেয়েকে শিক্ষার পথ দেখাও?

সদ্য মা হওয়া মেয়েটা ক্ষিদেয় ছটফট করে,

দিয়েছ এগিয়ে এক থালা ভাত? 

বড়ো যে নজর ওর বাচ্চাটা কার! মুচকি হেসে বলো ফুর্তি করে ছেড়ে দিয়েছে।


আচ্ছা পার্টিতে গিয়ে যখন মুফতের শরাব ওড়াও, তখন কি পেটের দায়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা কোনো পতিতার কথা মনে পড়ে ? 

বড়ো যে তাদের নিয়ে কবিতা, গল্প লেখো।

নিষিদ্ধ পল্লি দেখেছ কখনও? 

শুনেছ কখনও তাদের গল্প? 

বড়ো যে তাদের বেশ্যা বলো।

লজ্জার মাথা খাও তখন? 

হায় রে মানুষ মুখেই যত কথা, 

আসলে তো পার্টিতে এনজয় করা।


ঐ যে গৃহবধূটি আবার মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে

বলতে পেরেছ তাকে বাঁচার কথা? 

যুগিয়েছ তাকে লড়াই করার ক্ষমতা? 

নাহ্! বরং তার মুখের দাগ দেখে চলে ফিসফিস।

এরপরও তুলবে আঙ্গুল, ধরবে খুঁত?


নিজে ডুবে গেছ আকন্ঠ নিজের তৈরি করা আবর্জনায়,তাই আজ সবাই ভ্রষ্ট।

ওরে মানুষ আগে চাও নিজ পানে, তুমি ও সমাজের একটা অঙ্গ। 

আগে বোঝো সমাজের জন্য মানুষ না,

মানুষের জন্য সমাজ। 

মানুষ হয়ে মানুষের মত কাজ নাই যদি করলে, 

সমাজকে ভ্রষ্ট বল কোনো অধিকারে?


*** কাউকে আঘাত করা বা অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। 


জীৎসোমা।