Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -কবিতাশিরোনাম- কি করা উচিতকলমে -জয়ন্তী ভারতীতারিখ-০৪/০৩/২০২১
এক বিয়েবাড়িতে আমাকে দেখে আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়।তারপর থেকে বিয়ের কথাবার্তা চলতে থাকে।অবশেষে বিয়ের দিন ঠিক করা হয়।আমাদের নিম্ন ম…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -কবিতা

শিরোনাম- কি করা উচিত

কলমে -জয়ন্তী ভারতী

তারিখ-০৪/০৩/২০২১


এক বিয়েবাড়িতে আমাকে দেখে আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়।

তারপর থেকে বিয়ের কথাবার্তা চলতে থাকে।

অবশেষে বিয়ের দিন ঠিক করা হয়।

আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার।

বাবা খুব সাধারন একটি চাকরি করে

আমার পড়াশোনা আর সংসার চালান।

পড়াশুনা শেষ না করে এত তাড়াতাড়ি বিয়ে করতে আমি রাজি ছিলাম না।

কিন্তু বাবার কাছে এই পাত্র ছিল লোভনীয়,

তাই একপ্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হলাম।

বাবা যথাসাধ্য চেষ্টা করে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করলেন।

বাবা মায়ের সংসার ছেড়ে এলাম শ্বশুর-শাশুড়ির সংসারে।


এখানকার অবস্থা আমার বাপের বাড়ি থেকে অনেকটা ভালো।

বাবা এবং ছেলে দুজনেই সরকারি চাকরি করেন।

খুব ধুমধাম করে বৌভাতের অনুষ্ঠান করা হলো।

নিমন্ত্রিত অতিথিরা খাওয়া-দাওয়া শেষ করে বিশ্রাম নিতে গেল।

আমাদের সকলের খাওয়া-দাওয়া হয়ে যাবার পর

কয়েকজন মিলে আমাকে আমার ঘরে দিয়ে তারা চলে গেল।


আজ আমাদের ফুলশয্যা, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে।

চাঁদের আলোয় চারপাশটা কেমন মায়াবী মনে হচ্ছে।

এক আকাশ স্বপ্ন আর এক বুক আশা নিয়ে বসে আছি তার অপেক্ষায়।

সময় যেনো আর কাটতে চাইছে না।

বসে থাকতে থাকতে মধ্য রাত হয়ে গেল।

অবশেষে দরজা ঠেলে সে এলো ঘরে।

আমি কিছু বোঝার আগেই কতগুলো কথা ছুঁড়ে দিলো আমার দিকে।

বললো------- আমাকে কোনদিন স্ত্রীর মর্যাদা দিতে পারবে না সে।

আমাকে কোনোদিন ভালবাসতে পারবেনা সে।

সারা জীবন আমাকে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করে যেতে হবে।

কারণ সে অন্য কাউকে ভালোবাসে।


কথাগুলো কান দিয়ে ঢুকে সারা শরীরে ঘুড়ে বেড়াতে লাগলো।

সমস্ত আশা সমস্ত স্বপ্ন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল।

এখন আমি কি করব?

মা-বাবার কাছে ফিরে যাবো----- 

কত আশা করে তারা আমার বিয়ে দিয়েছিল,

তাদের আশাও তো ভেঙ্গে যাবে।

জীবনকে এখানে থামিয়ে দেবো-------- 

কত কষ্ট করে তারা আমাকে মানুষ করেছে বড় করেছে।

আমি তাদের বল ভরসা,

আমি তাদের ভরসার জায়গা কেড়ে নেবো? 

সারা জীবন ওই লোকটার স্ত্রীর ভূমিকায় অভিনয় করে যাবো---------

আমার জীবনে এর থেকে লজ্জার

এর থেকে অপমানের আর কিছু আছে।


কি করবো আমি? কি করবো? 

না, কিচ্ছু জানি না আমি।

     কিছু ভাবতে পারছিনা।

তোমরা কেউ বলে দেবে আমায়,

         এখন ঠিক কি করা উচিৎ আমার? 

         কি করবো আমি?