Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের মেচেদাতে সভা মুখ্যমন্ত্রীর

১১ মার্চ নন্দীগ্রামে পায়ে আঘাত পাওয়ার পর ফের পূর্ব মেদিনীপুরের মেচেদাতে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ এগরা,পটাশপুরে সভা করার পর মেচেদার মিতালী সংঘের ফুটবল ময়দানে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এইদিন হুই…

 


১১ মার্চ নন্দীগ্রামে পায়ে আঘাত পাওয়ার পর ফের পূর্ব মেদিনীপুরের মেচেদাতে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ এগরা,পটাশপুরে সভা করার পর মেচেদার মিতালী সংঘের ফুটবল ময়দানে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এইদিন হুইলচেয়ার বসে বক্তব্য রাখার সময় যন্ত্রনা অনুভব করেন।কিন্তু সেই যন্ত্রণা কি উপেক্ষা করেই বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এইদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবার যদি পুনরায় তৃণমূল সরকারে আসেন তাহলে মানুষের বাড়িতে রেশন পরিসেবা পৌঁছে দেবো। 


আপনাদের আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না।আমাদের সরকার ক্ষমতায় এলে প্রতিটি মায়ের একাউন্টে ৫০০ টাকা করে দেবো। কৃষক বন্ধুরা যাদের ৬০০০ টাকা করে দিই সেটা ১০হাজার টাকা হবে।দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে দশ হাজার টাকা দিচ্ছি আমরা সরকারে এলে সেই দশ হাজার টাকা পূনরায় চলতে থাকবে।ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য ১০ লাখ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়া হবে। 


সুশীল ধাঁড়া, মাতঙ্গিনী হাজরাকে প্রনাম জানিয়ে বলি এই রাজ্যে অনেক কাজ হয়েছে আমরা থাকলে আরো কাজ হবে।২৭ মার্চ প্রথম ভোটটা দিতে হবে তারপর বিজেপিকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দিতে হবে।গ্ৰামের ছেলেরা যেমন করে খোকো খেলে ধরে টেনে একটা প্যাচ মেরে মাঠের বাইরে বের করে দেন সেইভাবে এদের ও বাইরে বের করে দেবেন।এইদিন সতী পিঠের এক পিঠ তমলুকের বর্গভীমা মা কে মঞ্চ থেকে স্মরন করেন মূখ্যমন্ত্রী।