চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন তমলুকের জেলাশাসকের দপ্তরে।
আজ মনোনয়নপত্র জমা দিলেন চন্ডিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতার সোহম চক্রবর্তী। মনোনয়নপত্র জমা…
চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন তমলুকের জেলাশাসকের দপ্তরে।
আজ মনোনয়নপত্র জমা দিলেন চন্ডিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতার সোহম চক্রবর্তী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চন্ডিপুর বিধানসভার গোবর্ধনপুরের মসজিদের সামনে থেকে পদযাত্রা শুরু করে চন্ডীপুর বাজার হয়ে থানার সামনের মাঠে দুর্গা মন্দিরের এসে শেষ হয়। সোহম চক্রবর্তী সেখানে দুর্গা মন্দিরে পূজা দেন। তারপর সেখান থেকে সোজা তমলুক জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলেন চন্ডিপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। মনোনয়পত্র জমা দিয়ে সংবাদমাধ্যমের সামনে বলেন খেলা হচ্ছে, চন্ডিপুর খেলা হবে। নতুন যাত্রা শুরু হলো। সবাইয়ের আশীর্বাদ চাইছি। সবাইয়ের সহযোগিতা চাইছি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।
পাশাপাশি এদিন মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক দিন্দা। এদিন তমলুকের জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।