পটাশপুর এ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়
রাত পোয়ালেই দ্বিতীয় দফার ভোট। তারই মাঝে পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠ মিলের কাছে ১০ থেকে ১২ টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন।যা ন…
পটাশপুর এ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়
রাত পোয়ালেই দ্বিতীয় দফার ভোট। তারই মাঝে পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠ মিলের কাছে ১০ থেকে ১২ টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন।যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বোমা গুলো পড়ে থাকতে দেখা যায় একটা কাঠ চেরাই সমিলের কাছে । আতঙ্কে ভুগছে গোটা গ্রাম, এই ধরনের বোমা চোখে পড়ার ঘটনা নতুন নয় ঐ এলাকায়, এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়নি।