সময়ের স্রোত মালা সেন দে 30.3.2021
অনুভব করি প্রতিটা মুহূর্তকে, অনুভব করি প্রতিটা অস্তিত্বকে, অনুভব করি প্রতিটা বেড়ে উঠা স্বপ্ন কে।আত্মার বন্ধন কি ভুলে থাকা যায় ! সময়ের স্রোতে সবই হারিয়ে গেলেও থেকে যায় স্মৃতি।অতীত মধুময় তবে বে…
সময়ের স্রোত
মালা সেন দে
30.3.2021
অনুভব করি প্রতিটা মুহূর্তকে, অনুভব করি প্রতিটা অস্তিত্বকে,
অনুভব করি প্রতিটা বেড়ে উঠা স্বপ্ন কে।
আত্মার বন্ধন কি ভুলে থাকা যায় !
সময়ের স্রোতে সবই হারিয়ে গেলেও থেকে যায় স্মৃতি।
অতীত মধুময় তবে বেদনারও কম নয়!
সময়ের স্রোতে অনেক পথ পেরিয়ে এসেছি ,
গোধূলির সূর্য আমার অতীতকে রাঙিয়ে দেয় ।
চোখের কোণে জল যখন জমে আমি মুছে ফেলি ,
কিন্তু স্মৃতিগুলো মুছে ফেলতে পারি না।
আমি কান পাতলে আজও শুনি , যা ছিল আমার পুরোনো অভ্যেস ,
কিছু চেনা ডাক , দরজার ওপারে স্মৃতিরা অনর্গল কথা বলে এসে ।
হয়তো কখনো সময় গুলো রাতের বেলায় ,
জানালার পাশে এসে বসে , অবচেতনে চেনা স্পর্শ অনুভব করি ।
সেই স্রোতে ভেসে যাব আমি ও আমার অতীত এক মুঠো চাঁদের আলোয় ,
ছেঁড়া ছেঁড়া মেঘের ভাঁজে ওদের মুখ আমি দেখবো ।
যারা ছিল আমার খেলার সাথী , অনুপ্রেরণার ভরসা ,
রাত্রি গভীর হওয়ার সাথে সাথে সব বন্ধন ছেড়ে চলে যাচ্ছে তারাই সময়ের স্রোতে ।
রাতের পর ভোর আসে, জীবন জুড়েই তো আসা যাওযা !
ঝড় কাটলে আঁধার পেরিয়ে আলো আসে ,
ওরা আমাকে দাঁড় অতীতের চৌকাঠে ।
বাক্স বন্দী অতীত সময়ের স্রোত পেরিয়ে উঁকি দেয় কখনো কখনো,
আমার বাঁচার ঠিকানা সেই অতীত সম্পর্ক গুলো!
অনেক পথ যাপনে যা লতার মত নীরবে জড়িয়ে রাখে, আমার অতীত, আমার ভাললাগার সুখের চাবিকাঠি॥