তরুন চট্টোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায় দুর্ঘটনা তে আহত হওয়ার পর এস এস কে এম হাসপাতালে ভর্তি আছেন।এক্সরে হয়ে গেছে।এম আর আই চলছে।এদিকে এই ঘটনার পিছনে কোন অন্তর্ঘাত না নিছকই দুর্ঘটনা তা নিয়ে চাপান উতোর চলছে।হাসপাতালের মধ্যে রাজনৈতিক শ্…
তরুন চট্টোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায় দুর্ঘটনা তে আহত হওয়ার পর এস এস কে এম হাসপাতালে ভর্তি আছেন।এক্সরে হয়ে গেছে।এম আর আই চলছে।এদিকে এই ঘটনার পিছনে কোন অন্তর্ঘাত না নিছকই দুর্ঘটনা তা নিয়ে চাপান উতোর চলছে।
হাসপাতালের মধ্যে রাজনৈতিক শ্লোগান নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে।
বিরোধী দলের অধিকাংশ নেতাই বলছেন এটি এমন কোন ঘটনা নয়।নিছক সেন্টিমেন্ট কে নিজেদের পালে হাওয়া তোলার একটি প্রচেষ্টা ।
তৃনমূল সমর্থক রা রাজ্যের বিভিন্ন স্হানে অবরোধ করে প্রতিবাদ শুরু করেছেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেখতে এলে তৃণমূলের সমর্থকরা তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে।
এই মাত্র খবর মুখ্যমন্ত্রী কে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি তে নিয়ে যাওয়া হচ্ছে ।
মুখ্যমন্ত্রীর সুস্হতা কামনা কররে বিভিন্ন মানুষ ট্যুইট করেছেন। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী র দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সুস্থতা কামনা বার্তা জানিয়েছেন ্। মুখ্যমন্ত্রী কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে এমনটা ই জানানো হয়েছে।
এদিকে আগামী কাল এই আক্রমনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।