Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্করের শিল্পনগরী জুড়ে নির্বাচনী প্রচার

পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্করের শিল্পনগরী জুড়ে নির্বাচনী প্রচার।পূর্ব মেদিনীপুর জেলায় ২০৯ হলদিয়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্ৰহন আগামী পহলা এপ্রিল।এই কেন্দ্রে সাত জন প…

 


পুর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্করের শিল্পনগরী জুড়ে নির্বাচনী প্রচার।

পূর্ব মেদিনীপুর জেলায় ২০৯ হলদিয়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্ৰহন আগামী পহলা এপ্রিল।

এই কেন্দ্রে সাত জন প্রার্থী থাকলেও লড়াই মূলত ত্রিমুখী।

শিল্পনগরীতে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন স্বপন নস্কর।

শিল্পাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে শেষ মুহূর্তে চলছে প্রার্থীর সমর্থনে ছোট বড় পথসভা,কর্মীসভা।

তৃনমূল কংগ্রেস প্রার্থী রাজ‍্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গুলি ভোট প্রচারে আনছেন।

বিরোধীদের অভিযোগ হলদিয়ায় গত দশ বছরে তেমন কোনো বড় শিল্প আসেনি।

বন্দর শহরে কর্মসংস্থান এর নামে তোলাবাজি তোলে শাসকদলের নেতারা।

যদিও এই সব অভিযোগ উড়িয়ে তৃনমূল প্রার্থীর দাবি যে দল ২৯৪ টি আসলে প্রার্থী দিতে পারেনা।

অন‍্য দল থেকে কে বেরিয়ে যাবে সেই আশায় বসে থাকে।

তাদের মুখে এই কথা মানায় না।

আর হলদিয়া তে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন উনি সিপিএম এর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন।তা হলদিয়ার মানুষ দেখেছে।সঠিক সময় তার উত্তর উনি পেয়ে যাবেন।

আমরা হলদিয়ার মানুষের পাশে ছিলাম,আছি এবং আগামী দিনেও থাকবো।

হলদিয়ার মানুষের সার্বিক উন্নয়নে জোর দেবো।

জল নিকাশী থেকে শুরু করে রাস্তাঘাট,পথবাতি এর উন্নতি হবে।

সেই সঙ্গে হলদিয়া-নন্দ্রীগ্ৰামের যাতায়াত ব‍্যবস্থা উন্নত করার জন‍্য হলদিয়া-নন্দ্রীগ্ৰাম সেতু তৈরি করা হবে।

এছাড়াও হলদিয়ায় উন্নতমানের স্টেডিয়াম তৈরি হবে।

হলদিয়ার বিভিন্ন কর্মীসভা থেকে তৃনমূল সমর্থকরা স্লোগান তোলে "বাংলা নিজের মেয়েকেই চায়"

তাই আগামী পহলা এপ্রিল হলদিয়ায় তৃনমূল কংগ্রেস প্রার্থী স্বপন নস্কর কে ৪ নং বোতাম টিপে ভোট দিয়ে জয়যুক্ত করুন।