হুইলচেয়ারে মমতা বসে নন্দ্রীগ্ৰামে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।দ্বিতীয় দফায় আগামী ১লা এপ্রিল নির্বাচন হতে চলেছে রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। শেষ দিন ভোট প্রচারে নন্দ্রী…
হুইলচেয়ারে মমতা বসে নন্দ্রীগ্ৰামে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয় দফায় আগামী ১লা এপ্রিল নির্বাচন হতে চলেছে রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে।
শেষ দিন ভোট প্রচারে নন্দ্রীগ্ৰামে ৫ নম্বর শক্তিকেন্দ্রে শুভেন্দু অধিকারী।এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সেনাপতি তথা সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেত্রীর কাছের মানুষ নন্দীগ্রামের ভুমিপুত্র শুভেন্দু অধিকারী এবং বাম,কংগ্রেস,আই.এস.এফ জোট সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন মীনাক্ষী মুখার্জী।
শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সিপিআই(এম) প্রার্থী মিনাক্ষী মুখার্জি।
কী হবে নন্দীগ্রামে?
দুই হেভিওয়েট প্রার্থী নাকি মিনাক্ষী মুখার্জির জয় !
সেই দিকে তাকিয়ে সমগ্ৰ রাজ্যবাসী থেকে দেশবাসীএবং গোটা রাজনৈতিক মহল..
নন্দীগ্রামে অমিত শাহের রোড শো'তে জনতার ঢল নেমেছে ...