Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ -কবিতাশিরোনাম- আমিত্বের প্রত্যুত্তরকলমে- ড. প্রভাষ কুমার কর্মকারতারিখ-১০/০৩/২০২১যোজক বাড়ি, কাজলা, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ।
আকাশের নীল রাশি,সমুদ্রে এলো ভাসিগভীর মিতালি তার অপরূপ শোভা।শুধায় অন্তর্যামী প্রকৃতি এ কার প্রভা?কল্লোল…

 


বিভাগ -কবিতা

শিরোনাম- আমিত্বের প্রত্যুত্তর

কলমে- ড. প্রভাষ কুমার কর্মকার

তারিখ-১০/০৩/২০২১

যোজক বাড়ি, কাজলা, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ।


আকাশের নীল রাশি,

সমুদ্রে এলো ভাসি

গভীর মিতালি তার অপরূপ শোভা।

শুধায় অন্তর্যামী প্রকৃতি এ কার প্রভা?

কল্লোলে হিল্লোল জাগায়,

মরি আমি লাজে-

এমন শোভা আমি দেখি নি তো সাঁঝে?

সাঁঝের মায়া কাটিয়ে ভাই

স্নিগ্ধ হলাম এবার যে তাই

মন ভরিয়ে দেখে নিয়ো মম রূপের ঝলকানি,

ঢেউয়ের উপর ঢেউ ছুটেছে

দিচ্ছে যে হাতছানি।

কিন্নর-গন্ধর্ব, পশুপাখি তরুলতা বৃক্ষরাজি

অবদান কি রেখেছে কেউ?

যত সৌন্দর্য তা শুধু আমার গুণের ঢেউ।

এতো শুনে উত্তর করিল প্রকৃতি সহাস্য বদনে

করিতে সমুদ্রের অযথা আমিত্বের শোধনে,

যত ঝলকানি আর আলোকপ্রভা

সবই যে মম দানে পাও তুমি পূর্ণিমার বোধনে।

গর্জন তব সার, করিও না বৃথা আর এ অহঙ্কার,

প্রকৃতির বরে যে এ পৃথিবী অপার-

সকলি মিলেমিশে চলিলে একসাথে

দীনতা-হীনতা-অহমিকা যাবে সরস আবেশে।