Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়-কবিতাশিরোনাম- #আমার_প্রিয়_গানরচনায়- অনিমেষ দাশ০৯/০৩/২০২১ ইং*******************হে মোর প্রিয় গান,তব সুর বন্যা,          করেছে চির অনন্যা,মোর সন্ধ্যানিশি,     যারা রইতো মিশি,আঁধারের গায়,        শুধু ভাবনার নিঃস্তব্ধতায়,নীরবে রই…

 


বিষয়-কবিতা

শিরোনাম- #আমার_প্রিয়_গান

রচনায়- অনিমেষ দাশ

০৯/০৩/২০২১ ইং

*******************

হে মোর প্রিয় গান,

তব সুর বন্যা,          করেছে চির অনন্যা,

মোর সন্ধ্যানিশি,     যারা রইতো মিশি,

আঁধারের গায়,        শুধু ভাবনার নিঃস্তব্ধতায়,

নীরবে রইতো ডুবে,  কবে রক্তটীপে পুবে,

রাঙা নভো ললাটে,     নব অদৃষ্টের বাটে,

অরুণ রথ চূড়ে,       জয়ধ্বজা যাবে উড়ে,

দিক হ'তে দিকে,      রাতের ভ্রাম্যমান পথিকে,

আরোহিতে আহ্বান,   জানায়ে আলোর গান, 

উদার কণ্ঠে গেয়ে,    যাইবে অসীমে ধেয়ে ॥


সে ভাবনার কুলায়,  তুমি আশার দোলায়,

দুলিয়েছো বারেবারে,    যা'রা অস্তের পারাপারে,

নীড় হারায়ে ফিরে,     বিজন সন্ধ্যাতীরে,

ধূসর বনপ্রান্তর,     তাদের স্তব্ধ অন্তর ।


গোধূলির গরিমা,   তব সুরের মধুরিমা 

লিপ্ত, তাইতো বলাকা,  দূর নক্ষত্র আঁকা,

সন্ধ্যা গগনপটে,    শান্ত নীড়তরু বটে,

যেতে যেতে শ্রান্ত,    হয়েও হয়না দিকভ্রান্ত ॥


আমারও চৈত্র নদে,   তব নিঃশব্দ পদে,

আসা যাওয়া,       সুরের তরী বাওয়া,

আশার শ্রাবণে,    সফলতার প্লাবনে 

সিক্ত করেছে বেলাভূমি ।  ওগো তাইতো তুমি,

মোর প্রিয় গান ॥

                 **********************

কপিস্বত্ব সংরক্ষিত

@©অনিমেষ দাশ