বিভাগ /কবিতাশিরোনাম-বিদায়ের ধ্বনিকলমে-জয়া গোস্বামী ১০/০৩/২০২১
“”ফাগুন যাবে বলেছে আমাকে ছেড়ে””বিদায়ের ধ্বনি আজ কেবলি শুনি সকাল থেকে..ঝরা পাতার সাথে ফাগুন নিচ্ছে বিদায় আজকে,একাকী করে ওই দূর হতে দূর সীমানার প্রান্তে !হৃদয় মঞ্জিলে ক…
বিভাগ /কবিতা
শিরোনাম-বিদায়ের ধ্বনি
কলমে-জয়া গোস্বামী
১০/০৩/২০২১
“”ফাগুন যাবে বলেছে আমাকে ছেড়ে””
বিদায়ের ধ্বনি আজ কেবলি শুনি সকাল থেকে..
ঝরা পাতার সাথে ফাগুন নিচ্ছে বিদায় আজকে,
একাকী করে ওই দূর হতে দূর সীমানার প্রান্তে !
হৃদয় মঞ্জিলে কটু অশান্তির তীব্র দাহন জ্বেলে!
আমায় ছেড়ে যাবে আজ সকালে সে চলে....
আবির দিয়েছে সকালে আকাশে রাঙিয়ে
ফুরিয়েছে সময় যাবে চলে তপ্ত দুপুরে..,
অজানা খেয়ালে ভেবে যাই আনমনে
আবছা নয়নে !
আমি থাকবো উদাসী হওয়াতে আঁচল ছরিয়ে!
তোমার যাবার পানে চেয়ে....
নেবে আমার প্রেম তুমি সঙ্গে করে ?
বিদায় ব্যথা আজ নাড়া দেয় প্রভাতে...
ঝরা ফুলের দলে আজ আমি যে...
ধূসর দুপুরে চৈত্রে বসে দেখবো তাকিয়ে
পলাশ শিমুলের পাপড়ি খসে পরবে
এক এক করে ,
ওই দূর হতে দূর সীমানার প্রান্তে গিয়েছে চলে
ফাগুনের আবেশ গায়ে মেখে রইবো চেয়ে
উদাস হয়ে সমস্ত অভিমানে. ..
দিলাম ভাসিয়ে,যেও না ছেড়ে আমাকে
যদি আমার আঙিনায় ভুল করে আবার
আসো ফিরে বসন্তের খোঁজে জানবে -
রেখেছি আমি তাকে আগলে ধরে
জেনে রেখো তবে ভালো করে বলি তোমাকে
অন্তহীন বসন্ত আসেনি যে আমার জীবনে
রঙিন হয়ে !!