Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা 12/4/2021 
*কাঁচা পাপ বড় মায়াময় ,পিছু ডাকে*
     অসীম দাস 
ভুল ঠোঁটে নিয়ে জেগে আছো মহাচিল চিলের পিছনে জীবনের খোলা হাওয়া ,হাওয়ায় দুলছে বৃক্ষ - মানত ঢিল ঢিল ছিঁড়ে গেলে আবার ফেরারী চাওয়া !
চাওয়ার আঁচলে ইচ্ছেরা বানভাসি বানভাসি ডালে…

 


কবিতা 

12/4/2021 


*কাঁচা পাপ বড় মায়াময় ,পিছু ডাকে*


     অসীম দাস 


ভুল ঠোঁটে নিয়ে জেগে আছো মহাচিল 

চিলের পিছনে জীবনের খোলা হাওয়া ,

হাওয়ায় দুলছে বৃক্ষ - মানত ঢিল 

ঢিল ছিঁড়ে গেলে আবার ফেরারী চাওয়া !


চাওয়ার আঁচলে ইচ্ছেরা বানভাসি 

বানভাসি ডালে ঝুলে আছো অভিশাপ ,

সাপের দাপটে মনেতেই বনবাসী 

বাসি আগুনেই পুড়িয়ে নিয়েছি পাপ !


কাঁচা পাপ বড় মায়াময় , পিছু ডাকে 

ডাকের সুতোকে উড়িয়ে দিয়েছি কেটে ,

কেটে কেটে খাল প্রপাত ঘূর্ণিপাকে 

পাকের কামড়ে ক্রমাগত হই বেঁটে ।


বেঁটে হতে হতে খেয়ে নেবে ধূলিকণা 

কণার উদরে হবো কি অপরাজিত ?

জিতে যাই যদি এবার গোটাবো ফণা 

ফণার আদরে ভীড়ের ভিতরে ভীত !