Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আবর্তন অনির্বাণ মুখোপাধ্যায় ১৫/০৪/২০২১----------------শূন্যতা আর বিষন্নতা জুটি বাঁধে রোজ,কেউ কেউ ভুলে গেছে কেউবা রাখে খোঁজ। .বর্ষার কালো মেঘে রূপালী আলোর দাগ,কেউ কেউ ঘৃণা করে কেউবা অনুরাগ। .তপ্ত পথের শেষে খুঁজে ফিরি ছায়া,কেউবা ফ…

 


আবর্তন 

অনির্বাণ মুখোপাধ্যায় 

১৫/০৪/২০২১

----------------

শূন্যতা আর বিষন্নতা 

জুটি বাঁধে রোজ,

কেউ কেউ ভুলে গেছে 

কেউবা রাখে খোঁজ। 

.

বর্ষার কালো মেঘে 

রূপালী আলোর দাগ,

কেউ কেউ ঘৃণা করে 

কেউবা অনুরাগ। 

.

তপ্ত পথের শেষে 

খুঁজে ফিরি ছায়া,

কেউবা ফিরিয়ে দেয় 

কেউ করে মায়া। 

.

কত কিছু হারালো 

কত কিছু এলো,

হিসেবে রাখে না কেউ 

কে বা কী পেলো। 

.

শূন্য থেকে শুরু করে 

শূন্যে হয় শেষ,

কান্না-হাসির নিত্য খেলায় 

এইতো আছি বেশ।