Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম :হে নতুন 
কলমে :মৃত্যুঞ্জয় সরকার 
১৫/০৪/২০২১
ঐ দেখ সূর্যাস্তের পথে মিছিল চলেছে লাশ শুধু লাশের, কান্না সাগরে প্রজন্ম বিদ্রুপ হাবুডুবু খাই দাউ দাউ করে জ্বলছে শ্মশান চুল্লি। পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে জীবন উচ্ছ্বাসপলে পলে নিঃশব্দে …

 


শিরোনাম :হে নতুন 


কলমে :মৃত্যুঞ্জয় সরকার 


১৫/০৪/২০২১


ঐ দেখ সূর্যাস্তের পথে 

মিছিল চলেছে লাশ শুধু লাশের, 

কান্না সাগরে প্রজন্ম বিদ্রুপ হাবুডুবু খাই 

দাউ দাউ করে জ্বলছে শ্মশান চুল্লি। 

 

পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে জীবন উচ্ছ্বাস

পলে পলে নিঃশব্দে বিচ্ছিন্নতা অস্তিত্ব হারায়,

 প্রতিশ্রুতি কালো কাপড়ে মুখ ঢেকে অনশনে বসে 

ঝড় তুলে সন্দেহ বীজ পুঁতে চলে..  


পাগল মন তন্ন তন্ন করে খুঁজে চলে বিশ্বাস,আশ্রয় 

অমাবস্যা অন্ধকারে চুরি হয়ে যায় শৈশব,নারীত্বের নির্মম লজ্জা, অহংকার, মমতা পরশ। 


কুরুচি স্লোগানে অকাল বৈধব্যের হা-হুতাশ

 নীরবে, নিভৃতে কাঁদে, বাঘ বন্দি আতঙ্কিত জীবন। 


 দেশের মধ্যেই আছে আর একটা বিভীষণ,দূঃশাসন

কে বুঝে ছিলো স্বাধীনতার জন্মলগ্নে দাসত্বের বেরি সংক্রামিত হবে  ক্ষমতার অলিন্দে অলিন্দে !


 রক্ত গাঁথা বিজয়ের কথা সেতো  ইতিহাস 

 বেইমান অর্থ পিপাসু কিছু পঙ্গু করেছে স্বাদেশিকতা

 ছিনিয়ে নিয়েছে অধিকার সার্বভৌমত্বের স্বপ্ন সোপান। 


 এ নতুন এসো আজ সাগ্নিক হয়ে

 হয়ে ধুমকেতু, হয়ে যজ্ঞ, হয়ে পুরোহিত,  

 প্রচন্ড জলোচ্ছ্বাসের মতো প্রবল গতিতে, হও না সুনামী  হও না বজ্র, হও না ভয়াল অগ্নুৎপাত, 

ভেঙে নির্মূলকর বাস্তু ঘুঘুর নির্লজ্জ অহমিকা অহংকার। 


এসো এসো হে নতুন 

গড়ে তুলি আজ মহামিলনের পূর্ণ ভূমি 

চূর্ণ-বিচূর্ণ করি মেকি লোলুপ ক্ষমতায়ণ 

সৃষ্টি করি নতুন প্রভাতী বিশ্বাস, মানববন্ধন

প্রেম ও প্রীতির  মহান তীর্থ মুক্ত জীবনানন্দ,ভারতবর্ষ। 


কপিরাইট @মৃত্যুঞ্জয় সরকার