Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#বিভাগ_কবিতা #শিরোনাম_হিয়ার_মাঝে #লিখনে_বীরেন_আচার্য্য #২০শে_এপ্রিল_২০২১
হিয়ার মাঝে --------------কত রহস‍্যময় তুমি ! অথচ তোমাকে জানার কত না আগ্রহ, রঙ মেখে সঙ সেজে পরিব্রাজকের ভিক্ষায় শুধু পথ চলা আর পথ চলা । পৃথিবী নামক চলমান মঞ্চে…

 


#বিভাগ_কবিতা 

#শিরোনাম_হিয়ার_মাঝে 

#লিখনে_বীরেন_আচার্য্য 

#২০শে_এপ্রিল_২০২১


 

হিয়ার মাঝে 

--------------

কত রহস‍্যময় তুমি ! 

অথচ তোমাকে জানার কত না আগ্রহ, 

রঙ মেখে সঙ সেজে পরিব্রাজকের ভিক্ষায় 

শুধু পথ চলা আর পথ চলা । 

পৃথিবী নামক চলমান মঞ্চে 

সব সুখটুকু কিনে নেবার মরণপণ অভিনয়;  

কেউ কাঁদে, কেউ গাঁটে কড়ি বাঁধে - 

তুমি শুধু রয়ে যাও রহস‍্যময় অজানা ।

চোখের দুটিপাতার নিত‍্য সহবাসে 

বাস্তবতার দুয়ার ঠেলে বেড়িয়ে আসে যে 

সাদা-কালো বা রঙিন সময় - তুমি কি তাই ? 

তুমি কি জননীর রাত জাগা আঁখি সন্তান শিয়রে ? 

না কি গর্ভ কোলে প্রেমিকার অপেক্ষার রাতি ; 

কেন বার বার মনে হয় নামহীন নাট‍্যে 

তুমি রহস‍্যময় কুহেলিকা! ভ্রান্তির মরিচিকা- 

তুমি জন্মের পিপাসা ,দুর্বিনীত কৈশোর,

যৌবনে প্রেম নিধুবন, বার্ধক‍্যে হতাশা ; 

"মরণরে তুঁহু মোর শ‍্যাম সমান"-তবুও 

অনন্ত জিজ্ঞাসা তোমার কাছে হে মহাজীবন - 

"আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি "...।


                  --------------×------------