Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা কবিতা:মুঠোয় মরীচিকাকলমে:এষা মল্লিক তারিখ-০৫.০৪ ২১
বীণা তুমি কি তুলেছো সুর আমার,  হৃদয় তন্ত্রীতে তন্ত্রীতে?
বসন্ত রাঙাবে কি তোমায়, বাসন্তী রঙের সামিয়ানায়?
পূবালী বাতাস খেলে যাবে  কি, তোমার এলোচুলের আঙিনায়?
ছুঁ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

কবিতা:মুঠোয় মরীচিকা

কলমে:এষা মল্লিক 

তারিখ-০৫.০৪ ২১


বীণা তুমি কি তুলেছো সুর আমার,  হৃদয় তন্ত্রীতে তন্ত্রীতে?


বসন্ত রাঙাবে কি তোমায়, বাসন্তী রঙের সামিয়ানায়?


পূবালী বাতাস খেলে যাবে  কি, তোমার এলোচুলের আঙিনায়?


ছুঁয়ে দেবে কি তোমার, কাজল কালো আঁখি?

 এনে দেবে কি যত  স্বর্গীয় সুখ?


অস্তমিত সূর্যের গোলাপী আভা, তোমাকে কি হারিয়ে ফেলবে মনের দোলাচলে?


জোয়ারের জল স্মরণ করাবে কি তোমায়, অতীতের হারিয়ে যাওয়া যত স্মৃতিকথা?


অশ্রুসিক্ত চোখের কাজলের মতো মুছে যাবে না তোমার  আমার প্রেম, আমার প্রেম আমার ভালোবাসা।


ভেসে যাওয়া খড়কুটোর মতো, আঁকড়ে ধরতে পারবো কি তোমায় দু'হাতের মুঠোয়?


ধূসর পৃথিবীর মরীচিকার বুকে, ফোটাবে কি তুমি ফুল?


 তপ্ত বালুচরে শুকিয়ে যাবে না তো তুমি ঝরা পাপড়ির হিল্লোলে!


চিরতরে বিলীন হবে না তো,  তোমার অস্তিত্ব   আলো-আঁধারীর মায়ায়।


রূপোলী জ‍্যোৎন্সার এলোমেলো ভুলে, ডুবে যাবে না তো তুমি সাগরের মোহনায়।


আমি কি তোমায় হারিয়ে ফেলবো না তো, আমার  হৃদয় শহরতলী থেকে!