Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ০৫/০৪/২০২১২২শে চৈত্র ১৪২৭
প্রক্রিয়ায় প্রক্রিয়ায় 
ধূসর শব্দের ভিড়ে হারিয়ে যাচ্ছে মেঘবালিকা...বাস্তবের সুর আঁকে শুভ্র চিত্রময়ে,-- ওরা কারা?গহন গহনে স্নান সারে নিপুণ আবিষ্কারেচিত্রকল্পে সজীবতা নূপুর …

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

০৫/০৪/২০২১

২২শে চৈত্র ১৪২৭


প্রক্রিয়ায় প্রক্রিয়ায় 


ধূসর শব্দের ভিড়ে হারিয়ে যাচ্ছে মেঘবালিকা...

বাস্তবের সুর আঁকে শুভ্র চিত্রময়ে,-- ওরা কারা?

গহন গহনে স্নান সারে নিপুণ আবিষ্কারে

চিত্রকল্পে সজীবতা নূপুর নিক্কণে


শব্দের আহ্বান ধ্বনি শোনা যায় ওই বনাঞ্চলে। 

সজীব পাতারা উতসব সন্ধানে মেলে চোখ

প্রক্রিয়ায়  প্রক্রিয়ায়  গূঢ়  বার্তাগুলি সঞ্চরমান...


উজানে ভেসেছে তরী গন্তব্য কোথায় তারা যে জেনেছে


'সর্বং খল্লিদং ব্রহ্ম' ধ্বনি  আকাশে বাতাসেঃ


ঈশান কোনের মেঘ ধীরে ধীরে বাঁক নেয়


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়