Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

।।আমার এ পথ চলাতে আনন্দ।।           ।।কলমে: অবুঝ মন।।------------------------------------------------------------জীবনের হিসাব মেলানো এতোটা সহজ নয়ঢেউ এসে থেমে গেছে কতোকাল?পালিয়ে বেড়ানো নদীও মাঝে মধ্যে নিথর নীরবতবুও জানতে চাই না…

 


।।আমার এ পথ চলাতে আনন্দ।।

           ।।কলমে: অবুঝ মন।।

------------------------------------------------------------

জীবনের হিসাব মেলানো এতোটা সহজ নয়

ঢেউ এসে থেমে গেছে কতোকাল?

পালিয়ে বেড়ানো নদীও মাঝে মধ্যে নিথর নীরব

তবুও জানতে চাই না এ অবস্থার জন্য দায়ী কে?


সেদিন চলেছি সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নে, 

আরো একটি গনতান্ত্রিক নতুন সুনামী দেখার অপেক্ষায়

হঠাৎ কি যে হলো?ফটো সেশন হয়ে গেলো ভাসানোর অছিলায়

তখনকার মতো সংক্রামক ব্যাধি ঝাঁঝালো গনতন্ত্র থাকলো তোলা।


সময়টা বেশী না মাত্র কয়েক মিনিটের ব্যবধান

এর ঠিক পর পরেই ভেসে ওঠে সুভাসিত বর্ণের আলো ভরা জানালা

খোঁজ খবরের শিরোনামে নানা আয়োজন,ভরে গেলো মন

ভালো বাসার রাজপ্রাসাদে এ কী দেখি সুতীব্র ঘ্রান রামধনু রাঙা রোদ!

উবে গেলো বেদনার অথৈ সাগর,নামলো তুফান

জোনাকির আলো আজো জ্বলে,সুর ধারা যায়নি থেমে'প্রেম একবার এসেছিলো নীরবে'!


সেই থেকে আজো কোনটা যে আসল আর কোনটা নকল হিসাব মেলাতে পারেনি এখনো

তবু যেন বারে বারে আশার সঞ্চারে এ পথ চলাতে আনন্দ খুঁজে পাই।

-------------------------------------------------------------

-৮/৪/২০২১-