কোচবিহারের শীতলকুচিতে নিরীহ চারজন তৃণমূল কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর প্রতিবাদে তমলুক শহরের ধিক্কার মিছিল।চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচিতে নিরীহ ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীর উপর সিআরপিএফ অন্যায় ভাবে গুলি চালি…
কোচবিহারের শীতলকুচিতে নিরীহ চারজন তৃণমূল কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর প্রতিবাদে তমলুক শহরের ধিক্কার মিছিল।
চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচিতে নিরীহ ৪ জন তৃণমূল কংগ্রেস কর্মীর উপর সিআরপিএফ অন্যায় ভাবে গুলি চালিয়ে হত্যা করার প্রতিবাদে এবং বিজেপির লাগাম ছাড়া অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল করলো তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি। রবিবার বিকেলে তমলুকের রাজ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয় তমলুক শহর পরিক্রমা করে তমলুকের হাসপাতাল মোড়ে শেষ হয় ধিক্কার মিছিল। ধিক্কার মিছিল এ ছিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া, তৃণমূল নেতা দিব্যেন্দু রায়, দীপেন্দ্র নারায়ন রায় সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা।