Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিষয়:- কবিতাকলমে:-সুদর্শন চট্টোপাধ্যায়তারিখ:-২৬.০৪.২০২১
                   *শরীরী অশরীরী*  
তুমি যখন চলে গেলে রাতের স্বপ্নের দেশে,তারার দিকে লক্ষ্য রেখে গগনভেদী বাণ ছোঁড়ার  প্রতীজ্ঞা নিলাম।অমনি ধনুকের অঙ্গীকারে গুণ পড়ানো হলো,ধৈর্…

 


বিষয়:- কবিতা

কলমে:-সুদর্শন চট্টোপাধ্যায়

তারিখ:-২৬.০৪.২০২১


                   *শরীরী অশরীরী*  


তুমি যখন চলে গেলে রাতের স্বপ্নের দেশে,

তারার দিকে লক্ষ্য রেখে গগনভেদী বাণ ছোঁড়ার  প্রতীজ্ঞা নিলাম।

অমনি ধনুকের অঙ্গীকারে গুণ পড়ানো হলো,

ধৈর্যের বাহুবল আরও জোরালো করে তুললাম,

তীরের তীক্ষ্ণ ফলাও জ্বালাময় তীব্র ইচ্ছায় ডুবিয়ে

তার উগ্রভাব প্রচন্ড করে দিলাম এক নিমেষে।

জ্যা - এর গায়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে আমার-

গগনভেদী শব্দনির্ঘোষ বাণ, লক্ষ্য স্থির করে।

শুধু সময়ের অপেক্ষায় অপেক্ষিত জ্যা ও তীরের- 

সংযোগের বিচ্যুতি, আর মনিবন্ধন মুদ্রার আস্ফালন।

আলোকের গতিকেও হার মানাবে আমার তীরের দুরন্ত গতিবেগ।

প্রচণ্ড ঈর্ষাতে বিদ্ধ করবে তোমার হৃদয় কক্ষে।

তোমাকে কাছে না পাওয়ার জ্বালা জুড়োবে একনিমেষে।

পরম সুখ কেড়ে নেওয়া চরম সুর ভোগবিলাসিনী তুমি,

খসে পড়বে অন্তরীক্ষ হতে বায়ুমন্ডল ভেদ করে শায়িত হবে মাটিতে।

তাই ,সন্ধ্যার আলোকের গায়ে তোমাকে খুঁজে চলেছি- 

অগণিত হয়ে ধরা পড়ে চলেছো অবিরত।

রাত আরো গভীর হলে বুকের জ্বালা বাড়ে- 

বিভ্রান্ত হয় মন, লক্ষ্যেরও লক্ষ্য বিচ্যুতি ঘটে অনবরত।

তুমি অগনিত হয়ে ছড়িয়ে পড়েছে সময়ের ব্যবধানে

সারা আকাশের গায়ে, আনাচে কানাচে। 

হঠাৎ মনে হল - বাণের আঘাতে একটা তুমিই নষ্ট হবে,

কিন্তু ওদিকে রাতের আকাশ বেমানান হয়ে পড়বে।

মাটিতে নামিয়ে তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই।

আবারো ভাবলাম, তুমি তো অনেক -অনেক হয়ে বেঁচে আছো!

সবার কাছে, সবার মাঝে অনন্ত জীবন্ত হয়ে।

আমার মর্মভেদী প্রতীজ্ঞার তীক্ষ্ণ বাণে তুমি বিদ্ধ হলে,

জগৎ যে আমাকেই ভর্ৎসনা করবে, তাচ্ছিল্য করবে!

আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, আবার ক্ষুদ্রতর থেকে নিকৃষ্ট হয়ে পড়বো।

তুমি লজ্জায় মুখ লুকাবে, সম্পর্ক গোপন করে ঢেকে রাখতে চাইবে।

অমনি সূর্যের গায়ের লাল আলোয় মুক্তি হল আমার;

পলকের মধ্যে সংকল্পের অবসান ঘটলো, 

ক্লান্ত দেহে বিলীন হতে থাকলাম আমি,

দিনের আলোর বাষ্পতে উদ্বায়ী করলাম নিজেকে।

ভাসলাম হাওয়ার তরঙ্গে, উন্মুক্ত করলাম মনের দরজা-

শুধু ভাসতে থাকলাম নিঃশব্দে, অস্তিত্ব টেকানোর প্রচেষ্টায়।

বয়ে চললাম ধীর পদক্ষেপে, অনুভূতির স্পর্শসুখে।।

                                               (সর্বসত্ত্ব সংরক্ষিত)

---------------------------0----------------------------