Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#শঙ্খ_স্মরণে
আমাদের সবার খুব খুব প্রিয় ও শ্রদ্ধেয় দাদা ত্রিদিব দা Tridib Kumar Barman আমাদের কাগজ_কলমে বট গাছের মতো ছায়া করে রাখেন। তাঁরই স্মৃতিচারনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ....
কবি   ' শংখ ঘোষ ' - কে  বিনম্র প্রণাম .... …

 


#শঙ্খ_স্মরণে


আমাদের সবার খুব খুব প্রিয় ও শ্রদ্ধেয় দাদা ত্রিদিব দা Tridib Kumar Barman আমাদের কাগজ_কলমে বট গাছের মতো ছায়া করে রাখেন। 

তাঁরই স্মৃতিচারনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ....


কবি   ' শংখ ঘোষ ' - কে  বিনম্র প্রণাম .... । 

এবারে  ' ব্যক্তিগত '  অভিজ্ঞতার কথা উনার সম্বন্ধ্যে  বলি। 

আমি তখন উল্টাডাংগায় থাকতাম। উনি ও ' বিদ্যাসাগর

আবাসনে / উল্টাডাংগা '  নিবাস । প্রতি রবিবার উনার

ঘরে সাহিত্যের আসর বসত। বহু কবি, সাহিত্যিক, ছাত্র, যুবা 

আসরঘর পরিপূর্ণ থাকত । কেউ কেউ নিজের লেখা ঠিক

করাতে আসত। কেউ কেউ আবার নিজের লেখা শোনাতে আসত। আবার কেউ কেউ ম্যাগাজিন , নিজের প্রকাশিত পুস্তক দিতে আসত। সাহিত্যের কচকচানি চলত। মাঝপথে

মুড়ি - ছোলা ভাজা  আর চা ' -এর পর্ব  থাকত .. । 

কবি ' শংখ ঘোষ '  সাদা পাঞ্জাবী আর লুংগি পরে চেয়ারে

বসে ( বেশি কথা না বলে ) বসে থাকতেন.. । 

আমি  সেই আসরে উপস্থিত ছিলাম , আমার একটি

' বারুদ জমিন '  ( কবিতা গ্রন্থ ) নিয়ে  উনার হাতে সমর্পন করলাম... ।  উনি উল্টে - পাল্টে দেখে  বললেন , --

' খুব ভালো । পরে পড়ে জানাবো.. ।  তা ' , কবি

' অমিতাভ দাশ গুপ্ত ' ( প্রয়াত )  ' বারুদ বালিকা ' ( কাব্য গ্রন্থ )  এবং  সাহিত্যিক ' শীর্ষেন্দু মুখোপাধ্যায় ' ( নভেল ) 

' মানব জমিন  '  আমার হাতে দিয়ে গেল .. ।  তা'বেশ .. । '

আমাকে উদ্দীপনা দিলেন , এবং  ' বারুদ জমিন ' থেকে

একটি কবিতা পড়ে শুনতে চাইলেন। লোভ সম্বরণ

করতে পারলাম না। আমি শোনালাম.. ।  বললেন, --

' আরেকটা পড়ে শোনান ' ... । তাও শোনালাম । 

কেউ যেন আজ্ঞা করলেন  কবি'কে.. । ' স্যার , আপনি

আপনার নিজস্ব কবিতার বই থেকে একটা অন্ততঃ কবিতা শোনান ..!  '  উনি বললেন ,  - ' আজকে একটা অন্য খেলা খেলি সব্বাই.. ।  শব্দ ভাংগার খেলা । শব্দ গড়ার খেলা । 

সীমিত শব্দ'কে কি করে, এক্টিভ  - প্যাসিভ বাচ্য করে , কত

ভাবে বোঝানো যায় .... । কি , সকলে রাজি তো ... !! '

সকলেই উদগ্রীব ... । কবিতার খাতা , কাগজ, সিগারেটের

কাগজের টুকরো নিয়ে হাতে সকলে উনার ' খেলা ' নিয়ে

চিন্তাতে মগ্ন.... ।  উনি ' খেলা '  দিলেন... । 

.... " ভালোবাসি " ....   , এই শব্দ নিয়ে কত রকম ভাবে

বোঝাতে পারবে .... !! 

সকলে ভাবতে ভাবতে শুরু করল লেখা.. । আমিও 

সাজাতে লাগলাম ... ।  

এই সেই ক'রে  আমি মাত্র পাঁঁচ বার লিখলাম। কেউ কেউ

চার - পাঁচ - ছয়  রকম করে " ভালোবাসি " শব্দকে

চিরে চৌচির বানাল... । কবি ' শংখ ঘোষ ' হাতলটানা চেয়ারে বসে মুখের ওপর আংগুল চেপে মুচকি হাসি

হাসছেন.. । বেশি কথা বলা উনি পছন্দ করতেন না। 

বেশি গুরুত্ব দিতেন , ভাব / ভাবনা / বোধ  ইত্যাদিতে। 

সর্বশেষ ' খেলা '  কবি ' শংখ ঘোষ '  দেখিয়ে দিলেন , 

" ভালোবাসি "  শব্দকে মোট  ' নয় ' রকমভাবে বোঝানো যায় ...... ।  এই হচ্ছে , কবি ' শংখ ঘোষ  ' .... । 

একাধারে মহা শিক্ষক, কবি, সু' লেখক, এবং মহা তাত্বিক, মহা পন্ডিত ... ।  রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস যেমন

সবার হৃদয়ে... , তেমনি কবি ' শংখ ঘোষ '  ও  অমর ... ।।