Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা 
শিরোনাম--কবিতা এবং কলমে--শম্পা চট্টোপাধ্যায় ২১/০8/২০২১
বসে আছি প্রাক্তন বসন্তের শেষ বিকেলে গোধূলির আভা ছুঁয়ে,
আদি বিকেলের বারান্দায় শুধুমাত্র কবিতা তোমার অপেক্ষায়।কচিপাতার সুন্দর শ্রেষ্ঠ উপমা আলতো ঠোঁট হয়ে ফ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 


শিরোনাম--কবিতা এবং 

কলমে--শম্পা চট্টোপাধ্যায় 

২১/০8/২০২১


বসে আছি প্রাক্তন বসন্তের শেষ বিকেলে গোধূলির আভা ছুঁয়ে,


আদি বিকেলের বারান্দায় শুধুমাত্র কবিতা তোমার অপেক্ষায়।

কচিপাতার সুন্দর শ্রেষ্ঠ উপমা আলতো ঠোঁট হয়ে ফুটবে যা !

মায়াবী পৃথিবীতে হায়াহীন কাহিনীতে, 

ধূসর স্বপ্নের বুকে কেবলই আয়ুহীন স্তব্ধতায় 

এবং বিস্ময় মাখা মৌনতাতে তোমার অনিঃশেষ ভালোবাসায়।

নির্ঝর অব‍্যক্ত জলকণায়,

কথায় কথায় তোমার এঁকে যাওয়া রূপকথায়,

পূর্ণিমার জাফরিকাটা জ‍্যোৎস্নায়,

নির্ভেজাল বৈশাখী রোদে আলভাঙা স্রোতে।

সবুজ পাইন ঘেরা মৌনতার মাঝে।


তারপর,দাঁড়াবো আকাশের সামিয়ানায় উতল হাওয়ার রেলিঙ ধরে,

যত জমা কথা মনখারাপের হালখাতায় চির তরে বন্ধ রেখে-


তবুও স্থির অস্তিত্বের মাঝে-

বিবর্ণতার জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বিষাদ,

অব‍্যক্ত অবাঞ্ছিত হলেও কিছু কথা !

নির্বিকার জোনাকির আলোর মতো জীবনের সংবিধানে।

যারা মাঝপথে থেকে গেছে ভূমিকাহীন,

মাঝরাতে নিকোটিন মাখে যারা রোজ !